আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
64 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
edited by

আসসালামু আলাইকুম ইমদাদুল হুজর, আমি আসলে কিছুদিন আগে বা কয়েক দিন আগে  কিছু মাসালা দেখি যে, যদি কেউ তালা''' এর নিয়তে বউ কে girlfriend বলে তাহলে নাকি তালা"""" হয় তো এই প্রশ্ন টা দেখার পর থেকে আস্তে আস্তেই মুলত চিন্তা হতে শুরু করে এবং চিন্তা টা বার বার আসাই আপনাদের বিরক্ত করলাম কথা হচ্চে হুজুর আমার বিবাহের কথা শুধু আমার কাছে কিছু বন্দু জানে যে প্রতিনিধিত্ব করসে আর যারা সাক্ষী হয়েছে তো আর কেউ জানে না কিন্ত আমার যে বন্দু আমার বউ প্রতিনিধিত্ব করসে ও আর আমার অন্য একটা বন্দু সহ আমরা প্রায় সময় চলা ফেরা বা আড্ডা দি আমার বন্দু অনেক আছে কিন্ত আমি বেশি সময় আমার এই দুই বন্দুর সাথেই আড্ডা দি বিল্লাল আর মাহমুদ আর বিল্লাল ছিলো আমার বউ এর উকিল বা প্রতিনিধি তো কথা হচ্ছে যে আমার বন্দু বিল্লাল জানে আমি বিবাহিত আর মাহমুদ জানে না তো প্রায় বা আড্ড বা দেখা হলে সময় পার করলে আমার বন্দুরা কথা বলে gf/bf এইসব নিয়ে আর আমার বন্দু বিল্লাল আমার বন্দু মাহমুদকে আমি বলতে মানা করসি বা হয়ত ও নিজে থেকেই ওকে এইসব বলে নাই বেশি মনে হচ্চে আমি এ মানা করসে ওকে বলতে তাই আমার বন্দু বিল্লালহ ও নানান কথা বলে আমার বন্দু মাহমুদ যখন কথা বলে আমার আর আমার বউ কে নিয়ে যেহেতু মাহমুদ জানে আমার এখনো ও girlfriend তো আমি মাসালা দেখার পর থেকে আস্তে আস্তে বা দেখার আগে বা আগে ও দেখসি হয়ত কিন্ত এইবার দেখার পরেই আমার মধ্যে সন্দেহ চিন্তা হতে শুরু করে যে আমি আমার বউ কে বিয়ের পরে girlfriend যদি বলে ও থাকি তালা'''' এর নিয়তে তো বলিনাই আমি তো জানতাম না যে এইভাবে ও তালা''' হয় হ্যা এইটা ঠিক পারিবারিক ভাবে বিয়ে করা বউ কে বাসায় আনার আগ পর্যন্ত এখন যারা জানে তারাই আর সামনে হয়ত আরো কিছু মানুষ জানবে কিন্ত আমার বন্দুরাই মানে বিল্লাল আর মাহমুদ এর সাথেই বেশি বা প্রায় সময় বাহির হয় বা সময় পার করি অরা এইসব নিয়ে কথা বাতা মানে gf এইসব নিয়ে কথা বেশি বলে আমার বন্দু মাহমুদ বলে তুই বিয়ে করে ফেল তাহলে আমার বাসায় ও ভালো বা বিয়ের জন্য সুবিধা হবে ইত্যাদি এই ধরনের কথা এখন আমি এই জিনিস টা নিয়ে কিছুটা চিন্তায় বা সন্দেহ বলব কিনা বুজতাসিনাহ কিন্তু চিন্তা হচ্চে বিধায় প্রশ্ন করলাম আমাকে কিছু পরামর্শ দেন আমি এখন এর প্র থেকে কি আর এইসব নিয়ে ভাবনা ভাবা উচিত নাকি তা সম্পুন্ন রুপে মাথা থেকে ফেলে সামনের দিকে এগিয়ে যাবো আমি এখনো মনে কেমন জানি হচ্চে আপনাকে সব ঠিক ভাবে বলসি কিনাহ আল্লাহর দোহায় আমাকে কিছু প্রপার সমাধান আমি এই চিন্তা কে পরিহার করতে চাচ্চি। আমি বিয়ের পরে আমার বউকে girlfriend হয়ত বলসি কিন্ত আমি জানতাম না যে এইভাবে ও তালা''' হয় বা হতে পারে এখন মনে বার বার প্রবল ধারনা হচ্চে যে আমি বলসি এমন প্রবল ধারনা মনে হচ্চে আর অল্প সন্দেহ হচ্চে বলিনাই তালা""" এর নিয়তে কত টুকু লেখতে বা বলতে পারসি আল্লাহ ভালো জানেন আল্লাহ জেন আমার জন্য সহায়ক হোন। এই মাসালা টা না দেখলে বা না জানলে হয়ত এই প্রশ্ন বা এত কিছু বলতাম না।

ওয়াস ওয়াসার জবাব দেন না জানি কিন্ত আমার সম্পুন্ন বিশ্বাস অন্য কেউ না দিলে ও আপনি অন্তত আমাকে রাস্তা দেখাবেন.

আরো কিছু কথার উপরের কথা গুলা নিয়ে তা হচ্চে হুজুর আমার বন্দুরা যখন এইসব নিয়ে মানে Girlfriend বা gf এইসব নিয়ে কথা বলতো আমি চুপ থাকার চেষ্টা করি বা বলতে পারেন চুপি থাকি কখন কি বলে ফেলি এইসব সন্দেহ চিন্তার কারনে আর আমি যে আমার বউ এর সাথে আর আমার এই দুই বন্দু বিল্লাল আর মাহমুদ এবং অন্য কোন বন্দুর messenger এ গিয়ে মেসেজ চেক করবো gf বা Girlfrd লেখে এই ইচ্চা বা মনোবল পাচ্চিনা যদি এইগুলা লেখে search বা খুজতে তো লেখতে হবে fb messenger গিয়ে search এ লেখতে হবে আশা করি তা বুজেছেন তো আমি যে লেখবো আর তখন বা তার আগেই যদি আবার আল্লাহ না করুক মনে তালা'''' এর নিয়ত বা চিন্তা চলে আসে বা কোন সমস্যা হয়ে যায় তাই আমি এইটা ও করতে পারতাসিনাহ আর আমার বউ কে বা বন্দু দের যাদের পারি বা পারবো জিজ্ঞাসা করতে তাদের ও যে জিজ্ঞাসা করবো তা বুজতাসিনা যে আদো জিজ্ঞাসা করা উছিত নাকি জিজ্ঞাসা করবো না। হ্যা আমি gf বা girlfriend বাক্য আমার বউ এর মেসেঞ্জার এ আর বন্দুদের সাথে মেসেজ এ আদান প্রদান করতাম কিন্ত নিজের বউকে যে gf বা girlfrd বলে সম্ভোধন করসি এমন না তাও কেনো মনে প্রবল ভাবে হয়ত বলবো চিন্তা টা আস্তাছে আর আমাকে বুজতাচ্ছে এমন হবে হয়ত। এবং আমার বউ কে বিয়ের পরে (বিয়ে করি হুজর আগস্ট মাস এর ৭/৮ তারিখে) মানে বিয়ে হওয়ার কিছুদিন পরে ইন্সটাগ্রাম এ ভিডিও বা রিলস এ ও মেনশন করসি তো  রিলস বা ভিডিও টার মধ্যে এমন লেখা ছিলো : That one girl who gives both girlfriend and wife vibe..<3  সাথে কিছু ইমোজি ছিল। তো আমার বউ এইটার কোন জবাব না দেওয়ায় আমি পরে fb msger এ যখন কথা হয় বা হচ্চিল তখন বলি রেপ্লাই দেও না কেন ও বলে কিসে মেনশন দিচো unavailable dekhay এর পরে আমি লিংক দি তাও ওর ইনবক্সে আসে না বলসে এর পরে আমি ভিডিও টা দি download করে বা download করা ছিলো এইটা fact না ভিডিও দিচি এইটা ঠিক এর পরে আর কোন আমার বউ এর মেসেজ এর ও জবাব নাই বা দেইনাই এই ভিডিও যেইটা মেনশন করা নিয়ে ও কথা হচ্চিল অন্য কথার সাথে মেসেজ ও চেক করলাম যত টুকু পারসি কোন জবাব নাই এই ভিডিও বা মেসেজ এর জবাবে আমার বউ এর। তো আমি ইনস্টাই ও চেক করলাম মেনশন তো করসি সাথে কি আর কিছু লেখসি হয়ত মেসেজ for sure delete করে দিচি তাই আমি খুজে ও পাইনাই ইনবক্স then activity এ গিয়ে কমেন্ট এ চেক করে। 

এবং আরেকটা ভিডিও বা রিলস ইন্সটার দি ইন্সটার ইনবক্সে এইটা লেখা ছিলো ভিডিও তে: if your boyfriend older than you, you need to address him with respect. You should call him honourable bae,sir bae or honey. এই ভিডিও টা দুপুরে দি আর রাতে আমি এইটার সাথে আরো কিছু কথা বলি যে : But mui to husband so call me honourable husband ji (সাথে হাহা ইমোজি ও দি) তো এর পরে এইটার জবাবে আমার বউ রিপ্লাই দেই :Oooooo Okk my mr.honourable,respectable ,honey Kutta ( হাহা ইমোজি অনেক গুলা সাথে আছে) Eibar thikase? Nki aro Kichu add kora lagbo এর পরে আমি ও জবান দি  কিছু তা আর উল্লেখ না করলে ও হবে মনে করি। 

তো উস্তাদ উপরের শুরু থেকে এই পর্যন্ত বলা সব কিছুই যেত টুকু পারসি বলসি আগে এমন সন্দেহ চিন্তা আসে নাই যদি এখন এর মত আস্ত তাহলে প্রশ্ন তো করতাম কিন্ত এখন এমন চিন্তা হচ্ছে বিধায় তো খুজে খুজে যেতটুকু পারসি মনে আছে ওই হিসাবে কথা গুলা বললাম আর উল্লেখ করলাম। অনুরোধ আমাকে বলবেন আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হবে না তো? 

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলমানকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনের মধ্যে আসা কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলম-জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা করা না হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে, ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাস'আলা মাসায়েল বা ফাতাওয়া অধ্যায়ের প্রশ্ন-উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে। 
বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না । 
এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপর ভরসা রেখে বলছি, যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। 
আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। আল্লাহ তা'আলা  আমাদেরকে সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুক।আমীন।চুম্মা আমীন। https://courses.iom.edu.bd/courses/waswasa

বিঃদ্র
ওয়াসওয়াসা কোর্স সম্পন্ন করার পর অফিস থেকে একটি কোড দেয়া হবে, সেই কোড উল্লেখ পূর্বক পোষ্ট করতে হবে।নতুবা ওয়াসওয়াসা রোগীদের কোনো প্রশ্নের জবাব দেয়া হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (14 points)
⚠️hujur, Please give me the answer. I request YOU. উপরে আমি প্রশ্নের মধ্যে বিয়ের মাস আর তারিখ ও উল্লেখ করি সুবিধার্থে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...