এক্ষেত্রে দেখতে হবে যে আপনি মা'যুর কিনা অর্থাৎ সব সময় অনবরত ব্লিডিং হচ্ছে, এক ওয়াক্তের মধ্যে এমন কোন মুহূর্ত পাওয়া যায় না যে অজু করে এসে ছোট সূরা দিয়ে হলেও নামাজ শেষ করা যায়।
সেক্ষেত্রে তো আপনি মা'যুর।
এমতাবস্থায় কোন একটা ওয়াক্তে এক অযু দিয়ে পূর্বের ছয় সাতটি আসরের নামাজের কাজা আপনি একসাথে আদায় করতে পারবেন। কোন সমস্যা নেই।
তবে যদি আপনি মা'যুর না হন অর্থাৎ অনবরত যদি আপনার ব্লিডিং না হয় সেক্ষেত্রে নামাজের পর যদি আপনার বিল্ডিং হয়,সেক্ষেত্রে তো ওযু ভেঙ্গে যাবে পুনরায় অজু করে শরীর পাক করে পরবর্তী নামাজ পড়তে হবে,আবার যদি অযু ভেঙ্গে যায়, আবার অযু করে এসে শরীর পাক করে পরবর্তী নামাজ পড়তে হবে।