আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
32 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (15 points)
আসসালামু আলাইকুম।
আমরা ক্লাস শেষ করার পর জরিমানার টাকা দিয়ে দুপুরের খাবার খাই। সবাই উপ্সথিত ছিলাম। তবে ২ জন অথবা ১ জন উপস্থিত ছিলো না। এর মধ্যে একজনকে স্যার বলেছেন যে, আমরা আপনার টাকা দিয়ে দুপুরে খাবার খেয়ে ফেলেছি। তবে জানি না ওনি মন থেকে মাফ করেছেন কি না! তবে, তিনি যখন ক্লাসে ডোকেন তখন তিনি বলেছিলেন, আমার ৬০ ৳ আমি নিয়ে নেই(স্যার ক্লাসে ছিলেন না)।

আর ২ য় জন জরিমানা দিয়েছিল কি না আমি সিউওর না। আবার তিনি কয়দিন ক্লাস করে আর আসেও নাই। আবার হিন্দু মেয়েও। গ্রুপে হয় তো নাম্বার আছে কিন্যু এইবগ্রুপে আরোও কয়েক জন মেয়ে আছে। তাছাড়া স্যার কে জিজ্ঞাসা করলেও স্যার ডং করে মিথ্যা বলে উড়িয়ে দিবে। জিজ্ঞাসা করেছিলাম, সবাই জেসে উড়িয়ে দিছে।

এখন যিনি ৬০৳ জরিমানা দিছেন, তার এবং অই হিন্দু মেয়ের কিভাবে হক্ব আদায় করবো,। বি:দ্র: হিন্দু ম্মেয়ে কত টাকা দিছে তাও জানি না, আব্র জরিমানা দিছেও করি সিইওর জানি না

1 Answer

0 votes
by (606,150 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ، وَأَمْوَالَكُمْ، وَأَعْرَاضَكُمْ، بَيْنَكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، لِيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ، فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ»
“নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের ধন-সম্পদ, তোমাদের ইজ্জত-আব্রু তোমাদের পরস্পরের জন্য হারাম (পবিত্র) যেমনিভাবে তোমাদের এই দিনটি তোমাদের এই মাসে ও এই দেশে হারাম (পবিত্র)। এখানে উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির নিকট এসব কথা পৌঁছে দেয়।”[সহিহ বুখারী (৬৭) ও সহিহ মুসলিম (১৬৭৯)] এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8713


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কারো অন্তরের সন্তুষ্টি ব্যতিত তার হক বা অধিকার কখনো হালাল হবে না। যার ৬০ টাকা জরিমানা ছিলো, সে যেহেতু স্যারের অনুপস্থিতিতে বলেছিলো যে, 
"আমার ৬০ ৳ আমি নিয়ে নেই(স্যার ক্লাসে ছিলেন না)" তাই এ টাকা তাকেই দিতে হবে। এ টাকা অন্য কারো জন্য হালাল হবে না। তাছাড়া হিন্দু মেয়েটি জরিমানা দিয়েছিলো কি না? সেটা যেহেতু নিশ্চিত নয়, তাই ঐ হিন্দু মেয়েকে জিজ্ঞাসা করে নিতে হবে। সে টাকা দিয়েছিলো কি না? এবং কত দিয়েছিলো? সে যত টাকা দিবে, তাকে তার টাকা ফেরত দিয়ে দিতে হবে। তার অস্তরের সন্তুষ্টি ব্যতিত তার টাকা অন্য কারো জন্য হালাল হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...