আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
শায়েখ একটা বিষয় নিয়ে যদি আমাকে সাহায্য করতেন।আমি আলহামদুলিল্লাহ সহশিক্ষা ছেড়ে মাদ্রাসায় ভর্তি হতে পেরেছি। আমি অনলাইনের মাধ্যমে অনেক কিছু জানি আলহামদুলিল্লাহ, কিন্তু এই অনলাইনে থাকাটায় যেন আমার জন্য খুব ক্ষতিকর,ফোন অতিরিক্ত চালাই (যা খারাপের দিকে নিয়ে যায়)।আমি চাই ফোন না চালাতে কিন্তু যখন মনে পরে যে আমি ত অনেক কিছু জানি এখান থেকে তখনিই হতাশাগ্রস্ত হয়ে যাই,কিন্তু এই ফোন আমার জন্য ক্ষতিকর বটেও।এখন যেহেতু আমি মাদ্রাসায় পড়ি তাহলে ত আমি আমার বই থেকেই অনেক কিছু জানতে পারবো তাই না শায়েখ!এই ফোনের জন্য আমার পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে,হারাম রিলেশনও জরিয়ে যাই...বাবা-মার খেদমত করতে পারি না,সময় নষ্ট করে ফেলি অনেক,যদিও প্রয়োজনের জন্য নেই কিন্তু তাও অতিরিক্ত সময় নষ্ট করে ফেলি আমি।

আপনি যদি আমাকে পরামর্শ দিতেন এমতাবস্থায় আমি কি করবো?অনলাইনে কি থাকাটা জরুরি আমার জন্য.. নাকি অফলাইনে পড়াশুনার জন্য মেহনত করা উচিত বেশি?..

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন-

لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم، يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة، وان كانوا من قبل لفى ضلال مبين

‘আল্লাহ মুমিনদের ওপর বড়ই দয়া ও অনুগ্রহ করেছেন যে, তিনি তাদের থেকেই একজন রাসূল প্রেরণ করেছেন।’ যিনি তাদের নিকট তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল।-আলে ইমরান : ১৬৪

দ্বীনী ইলম অর্জনের সঠিক পদ্ধতি হচ্ছে, আলিমগণের নিকট থেকে ইলম অর্জন করা।

হযরত আবু উমামা রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন-
خُذُوا الْعِلْمَ قَبْلَ أَنْ يَذْهَبَ
‘ইলম অর্জন কর তা বিদায় নেওয়ার আগে’। সাহাবীগণ আরয করলেন-
وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ يَا نَبِيَّ اللَّهِ، وَفِينَا كِتَابُ اللَّهِ؟
আল্লাহর নবী! ইলম কীভাবে বিদায় নেবে, আমাদের মাঝে তো রয়েছে আল্লাহর কিতাব?
বর্ণনাকারী বলেন, এ কথায় তিনি রুষ্ট হলেন। এরপর বললেন-
ثَكِلَتْكُمْ أُمَّهَاتُكُمْ أَوَلَمْ تَكُنِ التَّوْرَاةُ وَالْإِنْجِيلُ فِي بَنِي إِسْرَائِيلَ، فَلَمْ يُغْنِيَا عَنْهُمْ شَيْئًا؟ إِنَّ ذَهَابَ الْعِلْمِ أَنْ يَذْهَبَ حَمَلَتُهُ، إِنَّ ذَهَابَ الْعِلْمِ أَنْ يَذْهَبَ حَمَلَتُهُ
তোমাদের  মরণ হোক! বনী ইসরাইলের মাঝে কি তাওরাত ও ইঞ্জীল ছিল না, কিন্তু এতে তো তাদের কোনোই উপকার হল না! ইলমের প্রস্থানের অর্থ তার বাহকগণের প্রস্থান। -মুসনাদে আহমদ ৫/২৬৬; আদদারেমী ১/৮৬, হাদীস ২৪৫

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ
যে কেউ ইলমের খোঁজে কোনো পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। -মুসনাদে আহমদ ১৪/৬৬
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
দ্বীনী ইলম অর্জনের সঠিক পদ্ধতি হচ্ছে, অফলাইনে আলিমগণের নিকট থেকে ইলম অর্জন করা। কিন্তু অনেকের পক্ষে বিষয়টি কষ্টকর হওয়ায় বা সময় সুযোগ না হওয়ায় অনলাইনে ইলম অর্জন করার পরামর্শ দেয়া হয়।

আপনার যদি সময় সুযোগ থাকে,এবং পারিবারিকভাবে ও সব দিক হতে কোনো সমস্যা না হয়,সেক্ষেত্রে আপনি অফলাইনে কোনো মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীনি ইলম অর্জন করতে পারেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
শায়েখ আমি ত অফলাইনেই পড়াশুনা করি আলহামদুলিল্লাহ, আমার প্রশ্নটা যদি আরেকবার পড়ে দেখতেন,..? 
by (583,020 points)
আপনার জন্য যেহেতু অনলাইনে থাকার ক্ষেত্রে গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে সুতরাং আপনার জন্য অনলাইনে থাকা নাজায়েজ।

আপনি সম্পূর্ণভাবে অনলাইন থেকে দূরে থাকবেন এবং পরামর্শ থাকবে আপনি স্মার্টফোন ব্যবহার করে ছেড়ে দিবেন।

 বাবা মার সাথে বা নিজের মাহরামদের সাথে প্রয়োজনে কথা বলতে হলে সেক্ষেত্রে আপনি বাটনওয়ালা সেট ব্যবহার করতে পারেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...