আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
শায়েখ একটা বিষয় নিয়ে যদি আমাকে সাহায্য করতেন।আমি আলহামদুলিল্লাহ সহশিক্ষা ছেড়ে মাদ্রাসায় ভর্তি হতে পেরেছি। আমি অনলাইনের মাধ্যমে অনেক কিছু জানি আলহামদুলিল্লাহ, কিন্তু এই অনলাইনে থাকাটায় যেন আমার জন্য খুব ক্ষতিকর,ফোন অতিরিক্ত চালাই (যা খারাপের দিকে নিয়ে যায়)।আমি চাই ফোন না চালাতে কিন্তু যখন মনে পরে যে আমি ত অনেক কিছু জানি এখান থেকে তখনিই হতাশাগ্রস্ত হয়ে যাই,কিন্তু এই ফোন আমার জন্য ক্ষতিকর বটেও।এখন যেহেতু আমি মাদ্রাসায় পড়ি তাহলে ত আমি আমার বই থেকেই অনেক কিছু জানতে পারবো তাই না শায়েখ!এই ফোনের জন্য আমার পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে,হারাম রিলেশনও জরিয়ে যাই...বাবা-মার খেদমত করতে পারি না,সময় নষ্ট করে ফেলি অনেক,যদিও প্রয়োজনের জন্য নেই কিন্তু তাও অতিরিক্ত সময় নষ্ট করে ফেলি আমি।
আপনি যদি আমাকে পরামর্শ দিতেন এমতাবস্থায় আমি কি করবো?অনলাইনে কি থাকাটা জরুরি আমার জন্য.. নাকি অফলাইনে পড়াশুনার জন্য মেহনত করা উচিত বেশি?..