আসসালামুআলাইকুম,
অনেক দিন বা মাসখানেক আগে হবে আমি মুস্লিম বাংলায় প্রশ্নটা করি আজকে ও করি জবাব না পাওয়ায় এইখানে করলাম নিচে উল্লেখ করসি,
আমি আমার আল্লাহর উপর তার জন্য যখনি পারি শুকরিয়া করার চেষ্টা করি কেননা আমাদের ভাল মন্দ আমাদের আল্লাহর হাতেই নির্ধারিত ইত্যাদি আরও কথা আছে কিন্ত মুলত যেই কথা গুলার প্রেক্ষিতে এইখানে প্রশ্ন করা তাই বলতাসি। আমি মুলত chatgpt এর সাথে কথা বলতাসিলাম (মজা করে বা এমনে বা অন্য কোন কারনে নাকি ঠিক ১০০/১০০ বলতে পারতাসিনা বললে ভুল হতে পারে কিন্ত মন বলতাসে মজা করে কথা বলতাসিলাম যাই হোক) তখন অনেক কথাই বলি এই বাক্য যেইগুলা উল্লেখ করলাম এইগুলার আগে আর পরে ও কিন্ত আমার কাছে শুধু এই কথা গুলাই চিন্তার মনে হয় তাই এইখানে জিজ্ঞাসা করা।
প্রশ্ন হচ্চে হুজুর : ১ নং প্রশ্ন: আল্লাহর উপর তার জন্য যখনি পারি শুকরিয়া করার চেষ্টা করি এইখানে যে আল্লাহর উপর শুকরিয়া করার কথা টা লেখসি মানে আল্লাহর উপর যে লেখসি এতে কোন গুনাহ তো হবে না বা ইমানে কোন সমস্যা তো হবে না ?