১।না জেনে কুফরি শিরকি কাজ করা বা আকিদা পোষন করলে জানার পর শুধু তওবা করলে হবে নাকি ইমান নবায়ন করতে হবে?
২।অমুসলিমদের কোনো বিষয় আগে যদি না জানি সে বিষয় জানার পর ঘৃণা করবো আর মনে মনে চিন্তা ভাবনা থেকে দুরে থাকবো। এ আকিদা সঠিক কিনা?
৩।অমুসলিম দের ধর্মীয় বিষয় বা সকল বিষয় কে প্রবল ধারনা করে হোক না জেনে বা জানার পরে একা একা মনে মনে বা কোনো মুসলমানের সামনে গালি দিলে, অসম্মান করলে, অপমান, ঘৃণা করলে ইত্যাদি তাদের সম্পদ আত্মসাৎ বা ক্ষতি ছাড়া যেকোনো হক নষ্ট অতিতে করলে বা বর্তমান ভবিষ্যতে করলে তারা যদি না জানে তাদের কাছে মাফ চাইতে হবে না । আল্লাহ পাক এর কাছে মাফ চাইলে হবে এ আকিদা সঠিক কিনা
৪।মনে মনে আল্লাহ আল্লাহ যিকির করলে সওয়াব হবে কি। মনে মনে সব জায়গায় যিকির করা যায় কি যেমন টয়লেটে, সহবাস ইত্যাদি।
৫।একজন লোক আছে তার ছেলেরা ইউরোপে আছে বলে সে অনেক বড় বড় কথা বলে। আমি বেকার বলে কয়েকবার লস খাওয়ার কারনে আমাকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে। সে অহংকার করার কারনে বা মানুষ কে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মনে মনে বিদ্বেষ করা যাবে কি?
৬।মাহফিলের পোস্টার দিয়ে ঢিলা নিছে কে জানি না সেখানে আল্লাহ পাক রাসুল সাঃ এর নাম ছিলো আমি দেখার পর উঠিয়ে পানিতে ফেলি দিছি।এখন খালি মনে আসতেই থাকে যদি আল্লাহ পাক থাকতেন বা ইসলাম ধর্ম সত্যি হলে কেনো আল্লাহ পাক সেটা করতে দিলেন বাধা দিলেন না আরও অনেক কথা আসে আমার মনে হয় সেগুলো লেখা ঠিক হবেনা।আমার আকিদা হলো যাইহোক আল্লাহ পাক সত্যি ইসলাম ধর্ম সত্যি। কি কারন আমার আকিদা সঠিক কিনা