আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, শায়েখ। আমি জেনারেল লাইনের একজন শিক্ষার্থী। আমি সেকেন্ড টাইমার হিসাবে এবার মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করবো, ইন শা আল্লাহ। শায়েখ, আজ ভোর ০৪:৩০ এর দিকে আমি স্বপ্ন দেখেছি যে আমি আর আমার একজন বান্ধবী বাসা থেকে বেশ কিছু দূর গিয়ে পাশাপাশি ২ টা লাগোয়া দেয়াল পার করে স্কুল গিয়েছি। যদিও আমার বান্ধবী তা সহজেই করতে পেরেছে কিন্তু সেটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিলো। অতঃপর আমার বড়কাকীর বাসায় গিয়ে অনেক বড় একটা কড়াইতে ঢেঁড়স ভাজি করেছি, কিন্তু স্বাভাবিকভাবে ঢেঁড়স ভাজি করার পর কমলেও স্বপ্নে আমার করা ঢেঁড়স ভাজির পরিমাণ একটুও কমেনি। অনুগ্রহ করে যদি স্বপ্নের ব্যাখ্যাটা দিতেন তাহলে খুবই উপকৃত হতাম ইন শা আল্লাহ।
বি.দ্র.: আমি তাহাজ্জুদ নামাজের জন্য অপেক্ষা করতে ইস্তিগফার পাঠ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম এবং তখনই এই স্বপ্নটা দেখেছি। আর রান্না করা খাবার দেখতে সুন্দর ও সুস্বাদু ছিল।