আমি কয়েকবছর নানারকম রিসার্চ করে ইসলামের সত্যতা বুঝেছি বিশেষ করে শরীয়তের নিয়মগুলো স্টাডি করে। এরপরে দুআ, কুরআনের মিরাকল, ভবিষ্যতবাণী এগুলো আরো স্ট্রং করেছে বিশ্বাস। এরপরে আমল শুরু করেছি। কিন্তু কিছুদিন আগে আমার পরিবারের একজন সরাসরি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে। তার কাছে কোনো কারণ বা যুক্তি নেই৷ অহংকারের জন্য যে সে মানছেনা এটা বোঝা যায়৷ খারাপ সময়ে আবার ঠিকই আল্লাহকে দোষ দেয়। এমনিতে সারাদিন বিজ্ঞান বিজ্ঞান করে, তার ধারনা বিজ্ঞান দুনিয়াকে বানিয়েছে। এরপর থেকে আমার মাথায় কী যেন হয়েছে, ম্যাজিকের মত আমার ইমানটা দূর্বল হয়ে গেছে৷ মনে হচ্ছে যা জেনেছিলাম সব ভুলে গেছি। আমার মাথায় এমন অবিশ্বাসীদের সাইকোলজি ঢোকেনা, একজন কমনসেন্স ওয়ালা মানুষের পক্ষে কীভাবে এত স্পষ্ট একটা জিনিস অস্বীকার করা সম্ভব বুঝে আসেনা। এরকম একজন দুজন অস্বীকারকারীর কথা শুনলেই দেখা যায় আমার ইমান আরো দূর্বল হয়ে যেতে থাকে। পরিবারের লোক দেখে বাদ দেয়াও সম্ভব না। এখানে কি কোনো জ্বীন বা বদনজরের ব্যাপার থাকতে পারে? আমি স্পষ্টভাবে আর চিন্তাও করতে পারিনা আগের মত, একসময় যে ইমান এনেছিলাম, কেন এনেছিলাম, কেমন যেন ভুলে যাচ্ছি মনে হয়। এদের সাইকোলজি সম্পর্কে কিছু বলা যাবে? এরা কেন মূলত এমন করে? এত স্পষ্ট জিনিস অস্বীকার করে? একদম এক ঘরের মাঝে এর সাথে কীভাবে থাকব?