বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি থেকে বর্ণিত,
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تَفَكَّرُوا فِي آلَاءِ اللَّهِ، وَلَا تَفَكَّرُوا فِي اللَّهِ)
রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমরা আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা গবেষনা করো। আল্লাহকে নিয়ে চিন্তা গবেষনা করবে না।(বায়হাক্বী-৯২৭, তাবারানি-১২১১১)
আল্লাহ তা'আলা সম্পর্কে যতটুকু আকিদা বিশ্বাস না রাখলে ঈমানদার হওয়া যাবে না,ততটুকুই আকিদা-বিশ্বাস রাখা উচিৎ। এর চেয়ে বেশী চিন্তা ফিকির করতে হাদীসে নিষেধ এসেছে। আল্লাহ আল্লাহর মতই,কোনো কিছুই তাঁর মতো হতে পারে না।
আল্লাহর আকার নিরাকার নিয়ে চিন্তা ফিকির করতে যেয়ে অনেক বিজ্ঞজন শেষ পর্যন্ত দিশেহারা হয়েছেন।গোমরাহ হয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/4336
বিশেষভাবে নিম্নোক্ত আয়াতকে স্বরণে রাখবেন।
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ
কোন কিছুই তাঁর অনুরূপ নয়। তিনি সব শুনেন, সব দেখেন।(সূরা আশ-শু'আরা-১১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) রাসুল সাঃ আল্লাহ পাক এর পরের স্থান। আল্লাহ পাক এর সমকক্ষ কেউ না উনি ছাড়া আর যা কিছু রয়েছে সে সবকিছুর সাথে রাসুল সাঃ এর তুলনা করা বা সে সব কিছুর নামে ডাকা, উনার সাথে বেয়াদবি। এ আকিদা অশুদ্ধ নয়।
(২) আল্লাহ পাক কোথায় আছেন? কি করেন? মোট কথা আল্লাহ পাক এর ব্যাপারে চিন্তা ফিকির না করে আল্লাহ পাক উনার শান অনুযায়ী যায়গায় আছেন। অর্থাৎ আল্লাহ পাক উনার শান মতই আছেন।এরকম আকিদা বিশ্বাস লালন করা যাবে।