আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্ল-হ
আমার একটা বিষয় জানার ছিল।
বিয়ের জন্য কোনো পাত্র পক্ষ থেকে প্রস্তাব আসলে বা কারো বায়ো দেখে পছন্দ হলে এই পজিটিভ চিন্তা বেশিক্ষণ স্থায়ী হয়না।
কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মন বদলে যায়,আগ্রহ কাজ করেনা, আগাতে ইচ্ছে হয় না মানে ইস্তেখারা করা ছাড়াই নেগেটিভ হয়ে যাই।
এটা সবসময়ই হয়। শুরু থেকে সরাসরি যত প্রস্তাব আসছে, সেগুলোতে শুরুর দিকে ভয় লাগলেও পাত্রের দ্বীনদারিতা সম্পর্কে জানার পর আগ্রহ কাজ করে,কিন্তু ১/২ দিনের মাথায় এমনি আগ্রহ চলে যায়,নেগেটিভ চিন্তা আসে,আগাতে ইচ্ছে হয় না।একই ভাবে কোনো একটা বায়োডাটা পছন্দ হলে ১/২দিন পর এমন লাগতে থাকে যে এটাতে আগানো বোধয় উচিত হবে না।অথচ বায়োডাটা আমার খুবই পছন্দ হয়েছে,অপছন্দনীয় কিছু বায়োডাটাতে নেইও যে আমার মাঝে নেগেটিভিটি আসবে।
উল্লেখ্য: আমার পরিবার বিয়ের ব্যাপারে অনেক সাপোর্টিভ আলহামদুলিল্লাহ। শুধু দ্বীনদারিতাকে প্রাধান্য দিয়েই তারা আমার জন্য পাত্র দেখে।তাই আমি কোথাও আগ্রহ হলে জানালে তারা খুব সিরিয়াসলি সেইদিকে আগায় খোজ নেয়। অথচ পারিবারিক, পরিবেশগত কোনো রকম প্রতিকূলতা ছাড়া, কোনো ইস্তিখারা করা ছাড়াই আমার মন নেগেটিভ হয়ে যাওয়ার কারণ কি?
এটা কি আমার ওয়াসওয়াসা গত সমস্যা?
নাকি জিন জনিত কিছু?
আমি এটা থেকে মুক্তি পেতে কি কি আমল করতে পারি?