ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) অন্য ধর্মের বিষয়কে মনে মনে ঘৃণা তো করতেই হবে। তবে অন্য ধর্মকে অসম্মান করা বা গালিগালাজ করা কখনো সঠিক হবে না। এজন্য আল্লাহর ক্ষমা চেয়ে নিলেই হবে। অন্য ধর্মের কারো কাছে ক্ষমা চাইতে হবে না।
(২) প্রশ্নের বিবরণমতে গালি গালাজ, ঘৃণা বা অসম্মান করার দরকার নাই। এরকম বিশ্বাস ঠিক আছে।
(৩)ইউটিউবে যেই সমস্ত রাকির রুকইয়াহর ভিডিও আপনি দেখেছেন, সেগুলো আপনার মসজিদের ইমাম সাহেবকে দেখাবেন, উনি যদি যে পরামর্শ দিবেন, সেই পরামর্শের উপর আমল করবেন।
(৪) প্রশ্নের বিবরণমতে আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।
(৫) মুসাফির অবস্থায় সুন্নাত না পড়লে গুনাহ হবে না তবে সময় সুযোগ থাকলে সুন্নত পড়াই উচিৎ।
(৬) শুধুমাত্র আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইলেই হবে তাদের কাছে মাফ চাইতে হবে না।