আসসালামু আলাইকুম।
আমাদের বাসায় পালিত মেয়ে বিড়ালের ১টা বাচ্চা ছোটবেলা থেকেই মায়ের দুধ পায়নি তেমন (মা অসুস্থ হওয়ায় দুধ শুকিয়ে গিয়েছিলো), বাচ্চাকে মা সহ সিলিংয়ের উপর রাখতাম আমরা, বাচ্চাটা মাঝে মাঝে নিচে নেমে অল্পসল্প খেতো তারপর উপরে উঠিয়ে দিতাম.. ২মাস হয়েছিলো বাচ্চার কিন্তু দূর্বল ছিলো, মায়ের দুধ না পাওয়ায়।
২/৩ দিন ধরে নিচে নামছিলোনাহ খাওয়া জন্য, সিলিংয়ের উপরে উঠা সম্ভব না তাই আমরাও গুরুত্ব দেইনি, ভেবেছি নিচে নামবে হয়ত। তো কাল রাতে সিলিংয়ের উপর টাংকির ওখান থেকে বাচ্চার আওয়াজ শুনে বোঝা যাচ্ছিলো বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, তো অনেক রাত হওয়ায় আজকে সকালে সিলিংয়ের উপরে উঠে বাচ্চাকে খুঁজে আনা হয়, এনে দেখলাম বাচ্চাটা মারা গিয়েছে।। দূর্বলতা, পেট ও খারাপ হয়েছিলো।
এখন শায়েখ প্রশ্ন হলো, একারণে কি আল্লাহ আমাদেরকে পাকরাও করবেন কিয়ামতের দিন যে বাচ্চাটা খাওয়ার অভাবে বা অবহেলায় মারা গেলো এজন্য?? আল্লাহ কি মাফ করবেন? কি করতে পারি শায়খ!
আমি অস্থির হয়ে আছি এ বিষয়ে জানার জন্য, বাচ্চা বিড়ালটার মৃত্যু মেনে নিতে পারছিনাহ। দ্রুত জানানোর জন্য বিনীত অনুরোধ মিন ফাদ্বলিক