আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
উস্তায আমি এবং আমার স্বামীর ২টা স্বপ্নের কথা উল্লেখ করছি । স্বপ্নগুলো কেমন জানি মনে হয়েছে তাই ব্যাখ্যা জানতে চাওয়া,
১) বিয়ের কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখি যে আমাকে সাপে দৌড়াচ্ছিল এবং কামড় ও মেরে দিয়েছে কিন্তু আমার কিছু হয়নি আলহামদুলিল্লাহ । তখন আমার বিয়ের কথা চলছিলো, তো এর ১০দিন পর বিয়ে হয় । (আগে সাপে অনেক দৌড়াতো স্বপ্নে - কিন্তু কামড়াতে পারতোনা)
২) বিয়ের পর স্বামি আমাদের বাড়ি থেকে নিজ বাসায় চলে যান এবং ওইদিন স্বপ্নে দেখেন যে তিনি পুকুরে গোসল করছেন, একটা বিষছাড়া সাপ উনাকে বারবার কামড়াতে চাচ্ছিলেন । কিন্তু পারেনি, পরে ঘুম ভেঙে যায় ।
৩) আমার স্বামী অনেক বেশি লাজুক মা শা আল্লহ, জানিনা এমন পুরুষ এখনো ২য়টা দেখেছি কিনা । নতুন দম্পতি - তো উনি আমাদের বাসায় আসলে ফজরে মসজিদে গেলে উনার প্রচন্ড লজ্জা অনুভব হয় । বিভিন্ন আত্মীয়রা থাকেন বলে । এক্ষেত্রে ফজর কয়েকদিন বাসায় পড়া যাবে?
(উনার দ্বীনদারিতা অসাধারণ মা শা আল্লহ - ইমামতির দায়িত্বে আছেন, এমন না যে উনি নামাজে মসজিদে যেতে গাফিলতি অনুভব করছেন)।
◾৩টা প্রশ্নেরই উত্তর জানালে মুনাসিব হয় ইং শা আল্লহ