জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.
কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
,
আরো জানুনঃ
হাদীস শরীফে এসেছেঃ-
روى البخاري في التاريخ الكبير أن رجلا قال: يا رسول الله، ولد لي مولود فما أخير الأسماء؟ قال: إن خير أسمائكم الحارث وهمام، ونعم الاسم عبد الله وعبد الرحمن، وسموا بأسماء الأنبياء، ولا تسموا بأسماء الملائكة. قال: وباسمك؟ قال: وباسمي، ولا تكنوا بكنيتي
সারমর্মঃ-
একজন এসে বললো ইয়া রাসুলুল্লাহ, আমার একজন সন্তান হয়েছে,কোন নাম উত্তম হবে? রাসুলুল্লাহ সাঃ বললেন আব্দুল্লাহ আর আব্দুর রহমান সবচেয়ে ভালো নাম,তোমরা নবিদের নামে নাম রাখো,ফেরেশতাদের নামে নাম রেখোনা।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রসূলুল্লাহ উপাধি কোন অবস্থায় কারো জন্য বৈধ নয়। মালায়িকাহ্’র (ফেরেশতাদের) নামে কারো নাম রাখা নিষেধ।
‘আবদুল্লাহ ইবনু জাবির হতে বর্ণিত বুখারী ও মুসলিমে নিষেধ রয়েছে, হাদীসটি নিম্নে বর্ণিত হলো,
عن عبد الله بن جرار "سموا بأسماء الانبياء ولاتسموا بأسماء الملائكة". (متفق عليه)
সারমর্মঃ-
আব্দুল্লাহ ইবনে জাররার থেকে বর্ণিত, তোমরা নবিদের নামে নাম রাখো,ফেরেশতাদের নামে নাম রেখোনা।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
صِبْغَة
[ছিব্গাহ] শব্দের অর্থঃ-
রঙ,রঞ্জন,আকৃতি,ধরন,
ছাপ,বৈশিষ্ট্য।
সুতরাং সিবগাতুল্লাহ নামের অর্থঃ আল্লাহর রঙ। ঐ ফিতরাত (বৈশিষ্ট) যার উপর আল্লাহ তায়ালা লোকদের সৃষ্টি করেছেন,আল্লাহর নির্ধারিত দ্বীন।
(আল কামুসুল ওয়াহিদ ৯০৮)
★সুতরাং আপনি আপনার সন্তানের নাম সিবগাতুল্লাহ রাখতে পারেন,কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই।
(উল্লেখ্য, এমতাবস্থাতেও নবী-রাসুলদের নামে নাম রাখা উত্তম হবে।)