আসসালামু'আলাইকুম, একজন চোর সেই দীর্গদিন ধরে লুটপাট করে অনেকের হোক নষ্ট করসে। সেই আবার লুটপাটের টাকা দিয়ে হালাল ব্যবসা করে। অনেক ক্রেতা ও জানে সেই একজন চোর। কিন্তু ক্রেতারা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের জন্য তার থেকে জিনিস ক্রয় করে থাকে। তার থেকে ক্রেতারা জিনিস কিনলে, সেটা কি গুনাহ হবে।