আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
65 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (12 points)
আসসালামু আলাইকুম,

আমার ১ম বিয়ে হয় ২০২২ সালে, তিন মাসেই ডিভোর্স হয়ে যায় (শ্বশুর শ্বাশুড়ি আমার ও আমার এক্স ওয়াইফের কিছু বোকামীর কারনে) - বলে রাখা ভালো, ১ম ওয়াইফ ছিল এমন যে, তার কোনো বাস্তবে বান্ধবী ছিল নাহ, একজন ছিল যা অনলাইনেই কথা হতো ফোন কলে, বাস্তবে তাদের দেখা স্বাক্ষাত হয়নাই কখনো। তো কোনো বন্ধু না থাকায় সে তার সব কথাই তার মার সাথে বা বড় বোনের সাথেই শেয়ার করে দিতো আকার ইংগিতে, যা স্পষ্ট বুঝাই যেতো সে কি বুঝাতে চাচ্ছে, এর ফলে তার মা বা বোন সব ই বুঝে যেতেন আমাদের সংসারে কি হচ্ছে এসব। মোট কথা। সাংসারিক প্রাইভেসি তেমন ছিল না তার কারনে। তাছাড়া সে একটু বোকা টাইপের ই ছিলো, ফ্রেন্ডসার্কেল না থাকায় যেমন মাইন্ডসেট হয় আর কি। সে তার বাপের বাড়ি যাবে এটাও আমার আম্মাকে না বলেই যেতো, যাওয়ার পর ও আম্মার সাথে ফোনে কথা বলবে বলেও কিছু বলতো নাহ, সে বলে কি বলবো আমি, লজ্জা নাকি লাগে এই সেই কথা। কিন্তু এসব কারনে যে আমি ছোট হই এসব বুঝে নাহ, আর কোনো বিষয়েই সিরিয়াস টাইপের ছিল না, ছেলে মানুষী স্বভাব টাইপ। আমার থেকে সে তার মা কে বেশি প্রাধান্য দিতো। অই যে ছোট থেকেই বন্ধু না থাকায় মা ই ছোট থেকেই তার বন্ধু তাই হয়তো।

তবে এমনিতে পর্দার ব্যাপারে সিরিয়াস ছিলো, নামাজে প্রবলেম ছিল (ফজর ও এশাতে), অনেক বুঝিয়ে বললে তবে গিয়ে কথা শুনতো, এমনিতে স্বামীর প্রতি ভালবাসা ছিল যা নরমেলি সব দ্বীনি মেয়েদের ই থাকে। যাই হউক তো সংসার ভেংগে যায় জাস্ট একটা থাপ্পড় দেয়ার কারনে, যেই কারনে থাপ্পড় দেই সেই কারনের জন্য সে নিজেই স্বীকার যায় (আল্লাহ স্বাক্ষী) যে দোষ তার ই ছিলো, আসলেই তার ছিলো, আমি এমনিতে রাগ হইনা, তাই বলে কেউ রাগ উঠালেও ঠান্ডা হয়ে থাকবো এমন চিন্তা করাটা তো বোকামী, সব মানুষের ই রাগ আছে।

ডিভোর্সের পর আজ প্রায় ২ বছর হয়ে যায় বিয়ে করি নাই। বিয়ে করিনাই অনেক কারনেই, ২ দুইটি কারন হলো, আর্থিক আর তাকে ভুলতে পারি নাহ। যেখানে যাই করি শুধুই তার কথা মনে পড়ে, স্বপ্নেও সে আসে, চিন্তা করতে গেলেও নিজের অজান্তে তাকে নিয়ে ক্লোজ হওয়ার মুহুর্তে চলে যাই, আবার ফিরে আসি। তারপর সিদ্ধান্ত নেই আবেগ রেখে বিয়ে করতেই হবে, এটাই বাস্তবতা।

তো কিছুদিন আগে মেয়ে দেখা হয়, মেয়ের বয়স ১৫, এবার সবে মাত্র নতুন ক্লাস নাইনে উঠেছে। তার বক্তব্য হলো, তার বান্ধবীরা প্রেম করে, সে প্রেম করতে চায় নাহ, বিয়ে করে নাকি স্বামীর সাথে জীবন উপভোগ করতে চায়।

তো তার কথা শুনে, মনে মনে ভালোই বললাম। কিন্তু আবেগ দিয়ে তো আর বিয়ে করে ফেলা যায় নাহ, যুগ তো ভাল নাহ। আমি তাকে ২০ টার মত প্রশ্ন করি, তার অবস্থা বুঝার জন্য। প্রশ্নের উত্তর শুনে যা বুঝলাম তা হলো,

(১) পর্দা ঠিকই করে তবে কঠোর নাহ, সব সময় নাকি পর্দা করতে পারে নাহ, যেমন ঃ কিছুদিন আগে নাকি তার মা অসুস্থ হয়, এই জন্য তার খালারা আসে বাসায় + খালাতো ভাই, তখন নাকি তাদের সামনে যেতে হয় বাধ্য হয়ে মুখ খুলে।

(২) দ্বীনের নিয়ম কানুনের ব্যাপারে একদমই কাচা, দ্বীনের পথে আসার পর ও বাসার সবাই নাকি গান শুনে, পরে নাকি সেও অভ্যস্থ হয়ে যায়, তাছাড়া মাঝেমধ্যে সে নাকি গান, সিনেমা, ভিডিও রিল ইত্যাদি দেখে ফেলে।

(৩) গাইরত কম বলেই মনে হয়েছে + কিছুটা বোকা টাইপের ই মনে হয়েছে কারন সেও সেইম আমার ১ম ওয়াইফের মতই, তার ও বান্ধবী না, মা ই সব, মা ই বন্ধু তার, সবচেয়ে বড় ভয় আমার এখানেই।

(৪) দ্বীনে ফিরার পর নাকি জ্বীনের সমস্যা হয়েছিল

(৫) মোট কথা ইসলামিক বিষয়ে তেমন জ্ঞান নেই, তবে পাত্রী আমাকে বলছে তাকে শিখিয়ে দিলে শিখতে রাজী আছে, মোট কথা স্বামীর কথা শুনবে। এর এমনিতে জেনেছি, সে নাকি প্রেম করেনাই আগে, স্বামীই হবে একমাত্র পুরুষ তার লাইফে, তাই জামাই পাগল কিছুটা বলেই মনে হয়েছে কথাবার্তায় তবে কথাবার্তায় আবেগী কথাও বিদ্যমান ছিল যা মনে হলো।

এখন, এমন একজন পাত্রীর ব্যাপারে আগানো কি আমার ঠিক হবে, আমি সিদ্ধান্ত নিতে পারছি নাহ। তার বয়স ১৫, অল্প বয়স, মার কথাতেই চলবে যে এটা আন্দাজ করতে পারি, আমার বয়স ২৮ এটাতেও নাকি তার কোনো সমস্যা নাই (আবেগী কথা যা মনে হলো) + আমি ডিভোর্সী, সে অবিবাহিত। কুমারী মেয়ে বলে কি তার বাকি গুলা দেখবো না এটা কি হয়, অথচ ইসলামে বলা আছে, দ্বীনকে প্রাধান্য দিতে, দ্বীনকে যদি প্রাধান্য দেই, তাহলে সে এমনিতেই রিজেক্ট এর তালিকায় পড়ে যায়। আবার এটাও চিন্তা করি, অল্প বয়স, শিখিয়ে দিলে যদি শিখে তাহলে তো ভালো + তার লাইফের প্রথম পুরুষ হলে তো ভালবাসা টাও কম পাবো নাহ আর Real ভালবাসাটাই পাবো এটা আন্দাজ করা যায়। এখন আমি কোন দিকে যাবো?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

বিবাহের ক্ষেত্রে রাসুল সাঃ কুফু মিলাইতে বলেছেন।
হাদীস শরীফে এসেছেঃ  
 
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا وَلِحَسَبِهَا وَلِجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدَّيْنِ تَرِبَتْ يَدَاكَ»

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (মূলত) চারটি গুণের কারণে নারীকে বিবাহ করা হয়- নারীর ধন-সম্পদ, অথবা বংশ-মর্যাদা, অথবা রূপ-সৌন্দর্য, অথবা তার ধর্মভীরুর কারণে। (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন) সুতরাং ধর্মভীরুকে প্রাধান্য দিয়ে বিবাহ করে সফল হও। আর যদি এরূপ না কর তাহলে তোমার দু’ হাত ধূলায় ধূসরিত হোক (ধর্মভীরু মহিলাকে প্রাধান্য না দিলে ধ্বংস অবধারিত)!
(সহীহ বুখারী ৫০৯০, মুসলিম ১৪৬৬, নাসায়ী ৩২৩০, আবূ দাঊদ ২০৪৭, ইবনু মাজাহ ১৮৫৮, আহমাদ ৯৫২১, ইরওয়া ১৭৮৩, সহীহ আল জামি‘ ৩০০৩।)

কুফু সম্পর্কে বিস্তারিত জানুনঃ  https://www.ifatwa.info/4541/

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, 
প্রশ্নে উল্লেখিত পাত্রী যেহেতু আপনাকে বলছে তাকে শিখিয়ে দিলে শিখতে রাজী আছে, মোট কথা স্বামীর কথা শুনবে। আপনার কথা মতে চলবে,সুতরাং তাকে বিবাহ করে নিতে পারেন,বিবাহের পর আপনি তাকে দ্বীন শিখাবেন,পরিপূর্ণ পর্দা শিখাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...