আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
74 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)

আসসালামু আলাইকুম শাইখ, 

প্রায় ৯ মাস আগে আমি একটি মেয়ের সৌন্দর্য দেখে তাকে প্রস্তাব জানাই এবং কিছুদিন কথাবার্তার পর সে রাজি হয়। তবে, আমরা নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করি এবং এই হারাম সম্পর্ক কে হালাল সম্পর্কে পরিণত করতে চাই। আমরা একে অপরের দ্বিনদারির (উভয়ই হারাম সম্পর্ক ছাড়া বাকি সকল বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি, এটাও ছেড়ে দেওয়ার চেষ্টায় আছি) কারণে বিয়ের সিদ্ধান্ত নেই। কিন্তু, পরিবার আর সমাজের বাধার কারণে আমরা সিদ্ধান্ত নেই যে বিয়ের আগ পর্যন্ত কোনো হারাম যোগাযোগ ছাড়া একে অপরের জন্য নির্দিষ্ট সময় (৩-৪ বছর) অপেক্ষা করবো। (বি:দ্র: আমাদের পরিবার এই বিষয়ে অবগত নয়, তবে আশা করা যায় বিয়ের সময় হলে তারা রাজি হবেন)

★ এই অপেক্ষা যদি দুনিয়াবি হালাল কোনো কারণে (সৌন্দর্য, ধন সম্পদ) ভালবাসার জন্য হয়, তবে কি তা হালাল? আংশিক দ্বিনদারির কারণে হলে কি হালাল? সম্পূর্ণভাবে দ্বিনদারির কারণে হলে কি হালাল? 

★ বিয়ের জন্য একে অপরকে ওয়াদা করা কি হালাল? (অনিচ্ছাকৃত কোনো সমস্যা না থাকলে বিয়ে করবো - এটা মূল ওয়াদা)। এখানে কোন কারণগুলো অনিচ্ছাকৃত কারণের অন্তর্ভুক্ত যেগুলো নিয়ে আল্লাহর কাছে আমি ওয়াদা ভঙগের জন্য দ্বায়ী থাকবো না? 

1 Answer

0 votes
by (603,480 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
লম্বা সময় ধরে কারো সাথে বিয়ের ওয়াদা করা কখনো উচিৎ হবে না। বরং বিয়ের সামর্থ্য ও বয়স হয়ে গেলে দ্রুত বিয়ে করে নেয়াই উচিৎ ও উত্তম। তারপরও কেউ ওয়াদা করলে সেটা নাজায়েয হবে না। এবং পরবর্তীতে অন্যত্রও বিয়ে করা যাবে।তবে বিনা কারণে ওয়াদাকে ভঙ্গ করা অত্যান্ত গর্হিত ও মন্দ কাজ।  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/663

في الفتاوی الشامية:
"هل أعطيتنيها إن المجلس للنكاح، وإن للوعد فوعد.
قال في شرح الطحاوي: لو قال هل أعطيتنيها فقال أعطيت إن كان المجلس للوعد فوعد، وإن كان للعقد فنكاح. اهـ." 
(كتاب النكاح، جلد:3، صفحہ:11، طبع: سعيد)

وفي فتاوی دار العلوم دیوبند :
"خطبہ اور منگنی وعدۂ نکاح ہے، اس سے نکاح منعقد نہیں ہوتا، اگرچہ مجلس خطبہ کی رسوم پوری  ہوگئی ہوں، البتہ وعدہ خلافی کرنا بدون کسی عذر کے مذموم ہے، لیکن اگر مصلحت لڑکی کی دوسری جگہ نکاح کرنے میں ہے تو دوسری جگہ نکاح لڑکی مذکورہ کا جائز ہے۔"(کتاب النکاح، جلد:7، صفحہ: 110،  طبع: دار الاشاعت)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...