আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
79 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
পর্দার বিষয়টা আমি আরো ভালোভাবে জানতে চাই।
১/ মেয়েদের সবকিছুই পর্দার অন্তর্ভুক্ত। যেমন : হাটা, চলা,কন্ঠ, দৃষ্টি ইত্যাদি। এটা ঠিক আছে কিনা?
২/ মেয়েদের মাহরাম ১৪ জন পুরুষ। যেমন: বাবা,মামা, আপন চাচা,দাদা,নানা, ভাই ইত্যাদি। এই  পুরুষ মাহরামদের সাথে সে কতটুকু পর্দা করবে?
৩)  একজন মেয়ে আরেকজন মেয়ের সাথে কতটুকু পর্দা করবে??
৪) নন মাহরামরা যখন বাসায় বেড়াতে আসে। তখন সারাক্ষণ বোরকা পড়ে ত থাকা যায় না। তখন কি আমি নিকাবওয়ালা হিজাবগুলো পড়ে সামনে যেতে পারবো? পা মুজাও পরতে হবে?  পা কি পর্দার অন্তর্ভুক্ত??
৫) বিভিন্ন কালারের  সুতি কাপরের পিন্টের নিকাবওয়ালা হিজাবগুলো পড়া যাবে ??  যেমনঃ গোলাপির মধ্যে কালো সাদা আরো বিভিন্ন  কালারের ফুল থাকে।

৬)  আমি যেরকম ঘরের মাহরামদের সাথে কথা বলি, সেভাবে কি  নন মাহরামদের সাথে  আমি স্বাভাবিক কন্ঠে কথা বলতে পারবো ??  কন্ঠ  কি মোটা করে কথা বলতে  হবে?
৭) আমার মামার সাথে কিংবা আমার খালাতো ছোট পিচ্চি ভাইবোনদের সাথে হাসাহাসি করে কথা বলি , বা খালার সাথে ফোনে কথা বল্লাম তখন আমার খালু থাকলো আমার কথা শুনছে কন্ঠও শুনা যায়।  তখন কি আমার কন্ঠের পর্দা নষ্ট হবে??
৮) হুটহাট নন মাহরাম সামনে বার বার পড়ে ফেল্লে বা আমাকে দেখে ফেল্লে আমার পর্দা নষ্ট  হবে??
৯) রুমে কথা বল্লে অনেকসময় নন মাহরাম পাশের রুমে থাকলে কন্ঠ শুনা যায়। তখন কি আমার কন্ঠের পর্দা নষ্ট  হবে???
১০)  মেয়েদের দৃষ্টিকে হেফাজত করবে কিভাবে? পুরুষদের মতন কি মেয়েদের দৃষ্টি হেফাজত করতে হবে?  মেয়েদের দৃষ্টি হেফাজত করার বিধান কি?
১১) প্রয়োজন ব্যতিত ঘরের বাহিরে গেলে কি গুনাহ হবে?? যেমন মাহরামদের সাথের ঘুরতে যাওয়া।
১২) পরিপূর্ণ পর্দা কিভাবে সহজে করা যায়??
১৩) মেয়েদের হাটা চলার পর্দার কোনো বিধান আছে কিনা?
১৪) মেয়েদের আরো পর্দার বিধান  আছে কিনা আমার জানা নেই। দয়া করে জানাবেন ইং শা আল্লাহ।
১৫)  অনেককেই দেখি দ্বীনটাকে আগায় নিতে পারে । কিন্তু  আমি কখনোই পারিনা। যখনই আমি দ্বীনটাকে আগায় নিতে যাবো তখনই আমি ছিটকে পড়ি । উপরের সিড়িতে আর উঠতে পারিনা আবার নিচের সিড়িতে আসতে হয়  এটা কেন হয়?? আমি কেন আমার  দ্বীনকে আগাতে পারিনা।
যেমন ধরেন,আমি কয়েকদিন ইসলামিক বই পড়ি একদম সারাদিন পরি যতক্ষণ না বইটা শেষ করছি । তারপর আমি কুরআন পড়ি, তাফসির পড়ি, জিকির করি। সেইদিনটাতে আমি অনেক  প্রশান্তি পায়। হঠাৎ কিছুদিন পর কেমন জানি লাগে, ইচ্ছে করেনা আর পরতে তখন এক পৃষ্ঠা  বা আধা পৃষ্ঠা  পরেই উঠে পড়ি তখন মোবাইলের স্ক্রিন টাইমটাও বেড়ে যায়, তারপর আবার দ্বীনের সব বিষয় থেকে গাফেল হয়ে যায়  সবকিছুতে আমার কেমন জানি হয়ে যায়।  হঠাৎ আবার  কিছুদিন পর মনের মধ্যে চিন্তা  জাগে এভাবে চল্লে ত হবে  না। তখন আবার দ্বীনটাকে আকড়ে ধরার চেষ্টা করি। এভাবেই আমি দ্বীনের উপরের সিরিতে উঠতে যাবো তখনই আবার নিচের সিড়িতে থমকে পড়ি।  এইরকম আমার বার বার হয়।
এটা কেনো হয়??  আমি কেনো দ্বীন থেকে ছিটকে পড়ি বার বার ।
★আমার করণীয় কি??
আমার জন্য দোয়া চাই উস্তাদ।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 
রাসূলুল্লাহ ﷺ বলেন,

الْمَرْأَةُ عَوْرَةٌ ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ، وَإِنَّهَا لا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا

‘নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে তাড়া করে। আর সে আল্লাহ তাআলার সবচে’ নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।’ (তাবরানী ২৯৭৪)

হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
তিনি বলেন

عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «صنفان من أهل النار لم أرهما، قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس، ونساء كاسيات عاريات مميلات مائلات، رءوسهن كأسنمة البخت المائلة، لا يدخلن الجنة، ولا يجدن ريحها، وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا»

রাসূলুল্লাহ সাঃ বলেন,জাহান্নামের দু'টি দল,যাদেরকে এখন পর্যন্ত আমি দেখিনি।(ক)ঐ দল যাদের সাথে গরুর লেজের মত লাঠি থাকবে যা দ্বারা তারা লোকদিগকে প্রহার করবে।(খ)ঐ সমস্ত পোশাকধারী উলঙ্গ মহিলা,যারা আকৃর্ষিত হবে এবং পুরুষদেরকে আকর্ষৃত করবে।তাদের মাথা উঠের পিঠের মত কুজো এবং আকর্ষনকারী হবে।তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না।এমনকি তারা তার সুঘ্রাণ ও পাবে না।অথচ জান্নাতের সুঘ্রাণ এত এত দূরত্ব থেকে সহজেই পাওয়া যাবে।
(সহীহ মুসলিম-২১২৮)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
হ্যাঁ, গায়রে মাহরামের সামনে নারীদের পুরো শরীর পর্দার অন্তর্ভুক্ত। 

(০২)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ [٢٤:٣٠] 

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।

মাহরাম মহিলাদের দিকে দৃষ্টি দেয়া কতটুকু জায়েয এ সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বলা হয়,
وأما نظره إلى ذوات محارمه فنقول: يباح له أن ينظر منها إلى موضع زينتها الظاهرة والباطنة وهي الرأس والشعر والعنق والصدر والأذن والعضد والساعد والكف والساق والرجل والوجه،
যৌন উত্তেজিত হওয়ার আশংকা না থাকলে  
পুরুষ তার মাহরামে আবদিয়্যাহ মহিলার প্রকাশ্য ও অপ্রকাশ্য সৌন্দর্যময় স্থানের দিকে দৃষ্টি দিতে পারবে।সে স্থানগুলো হল,মাথা, চুল,গর্দান,বুকের উপরি অংশ,কান,বাহু,হাতের কবজি,পায়ের গোড়ালি,পা ও চেহারা।

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
পুরুষ মাহরামদের সাথে নারীরা মাথা, চুল,গর্দান,বুকের উপরি অংশ,কান,বাহু,হাতের কবজি,পায়ের গোড়ালি,পা ও চেহারা খোলা রাখতে পারবে।
বাকি শরীর পর্দা করবে।

তবে কোনো মাহরামের কুদৃষ্টির সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে চেহারা ও হাত পা ছাড়া বাকি অঙ্গ ঢাকতেই হবে।
যাতে কোনোক্রমেই ফিতনার আশংকা না থাকে।

(০৩)
মহিলার জন্য মহিলার সতর হচ্ছে এক পুরুষের জন্য অন্য পুরুষের সতর যতটুকু।

বিস্তারিত জানুনঃ- 

(০৪)
তখন আপনি নিকাবওয়ালা হিজাবগুলো পড়ে সামনে যেতে পারবনে। পা ঢেকে যেতে হবে। পা মোজা পড়তে পারেন। পা পর্দার অন্তর্ভুক্ত।
তবে কাজ করতে গিয়ে কোনো ক্ষেত্রে পায়ের পাতা অনিচ্ছাকৃত কখনো প্রকাশ পেয়ে গেলে আল্লাহ তায়ালা ক্ষমা করবেন,ইনশাআল্লাহ। 

(০৫) বিভিন্ন কালারের সুতি কাপরের পিন্টের নিকাবওয়ালা হিজাবগুলো পড়া যাবে।  যেমনঃ গোলাপির মধ্যে কালো সাদা আরো বিভিন্ন  কালারের ফুল থাকে।

তবে আকর্ষন সৃষ্টি কারী হলে সেটি পরিধান করে বাহিরে যাওয়া যাবেনা।

(০৬)  নন মাহরামদের সাথে আপনি স্বাভাবিক কন্ঠে কথা বলতে পারবেননা। কন্ঠ মোটা করে কথা বলতে  হবে।

(০৭)
প্রশ্নে উল্লেখিত ছুরতে সতর্কতা কাম্য।
খালু থাকলে তখন এভাবে খালার সাথে কথা বলবেননা। 

(০৮)  হ্যাঁ, এক্ষেত্রে আপনার পর্দা নষ্ট  হবে।
তওবা করে নিবেন।

(০৯) রুমে কথা বলে অনেকসময় নন মাহরাম পাশের রুমে থাকলে কন্ঠ শুনা যায়। তখন  আপনার কন্ঠের পর্দা নষ্ট  হবে। সতর্কতা কাম্য।

আল্লাহ তা'আলা বলেন,

 ﻳَﺎ ﻧِﺴَﺎﺀ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﻟَﺴْﺘُﻦَّ ﻛَﺄَﺣَﺪٍ ﻣِّﻦَ ﺍﻟﻨِّﺴَﺎﺀ ﺇِﻥِ ﺍﺗَّﻘَﻴْﺘُﻦَّ ﻓَﻠَﺎ ﺗَﺨْﻀَﻌْﻦَ ﺑِﺎﻟْﻘَﻮْﻝِ ﻓَﻴَﻄْﻤَﻊَ ﺍﻟَّﺬِﻱ ﻓِﻲ ﻗَﻠْﺒِﻪِ ﻣَﺮَﺽٌ ﻭَﻗُﻠْﻦَ ﻗَﻮْﻟًﺎ ﻣَّﻌْﺮُﻭﻓًﺎ 

 (তরজমা) তোমরা (পর পুরুষের সাথে) বাক্যালাপে কোমলতা অবলম্বন কর না। যাতে এরূপ লোকের অন্তরে আকাঙ্ক্ষা (সঞ্চার) হয়, যার অন্তরে কুপ্রবৃত্তি রয়েছে। (সূরা আহযাব : ৩২)
,
কুরআনে কারীমে ইরশাদ হয়েছে,
إِنَّ السَّمْعَ وَالبَصَرَ وَالفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا.
...নিশ্চয় কান, চোখ, হৃদয় এর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাঈল (১৭) : ৩৬

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত।

فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ، وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ، وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ، وَالْيَدُزِنَاهَا الْبَطْشُ، وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا، وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى، وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ

রাসূল সাঃ ইরশাদ করেন, চোখের জিনা হল [হারাম] দৃষ্টিপাত। কর্ণদ্বয়ের জিনা হল, [গায়রে মাহরামের যৌন উদ্দীপক] কথাবার্তা মনযোগ দিয়ে শোনা। জিহবার জিনা হল, [গায়রে মাহরামের সাথে সুড়সুড়িমূলক] কথোপকথন। হাতের জিনা হল, [গায়রে মাহরামকে] ধরা বা স্পর্শকরণ। পায়ের জিনা হল, [খারাপ উদ্দেশ্যে] চলা। অন্তর চায় এবং কামনা করে আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় [যদি জিনা করে] এবং মিথ্যা পরিণত করে [যদি অন্তরের চাওয়া অনুপাতে জিনা না করে]। {সহীহ মুসলিম, হাদীস নং-২৬৫৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-৮৯৩২}

(১০)  
মেয়েদেরও দৃষ্টির হেফাজত করতে হবে।
বাহিরে বের হলে দৃষ্টি নত রাখতে হবে।
ফিতনার আশংকা না থাকলে প্রয়োজনে পুরুষকে দেখা যাবে।

(১১) 
প্রয়োজন ব্যতিত নারীদের ঘরের বাহিরে না যাওয়ারই আদেশ ইসলাম করেছে।

শরীয়তের গন্ডির বাহিরে কোনো কাজ করলে গুনাহ হবে।

(১২) পরিপূর্ণ পর্দা করার জন্য বিনা প্রয়োজন ঘর হতে বাহিরে যাবেননা।
প্রয়োজনে বাহিরে গেলে চেহারা,হাত পা সহ পূর্ণ শরীর ঢেকে যাবেন।
আকর্ষন সৃষ্টি করে এমন পোশাকে গায়রে মাহরামদের সামনে ও বাহিরে যাবেননা।

গায়রে মাহরামদের সাথে প্রয়োজনে কথা বললে পর্দার আড়ালে থেকে কথা বলবেন এবং কন্ঠ মোটা করে কথা বলবেন।

(১৩) 
আকর্ষন সৃষ্টি করে এমন পোশাকে গায়রে মাহরামদের সামনে ও বাহিরে যাবেননা। 
বিনা প্রয়োজন ঘর হতে বাহিরে যাবেননা।
নম্রতার সহিত পা ফেলতে হবে। এমন ভাবে চলা ফেরা করা যাবেনা,যাতে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের আকৃতি প্রকাশ পায়।

আল্লাহ তাআলা বলেন,

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াতযুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।’(সূরা আহযাব ৩৩)

(১৪) গায়রে মাহরাম দেখতে পায়,এমন জায়গায় কাপড় নাড়িয়ে দিবেননা।
বিশেষ করে নারীদের জন্য বিশেষ যেসব কাপড় আছে,সেগুলো কোনো স্বামী ছাড়া অনু কোনো পুরুষ এর সামনে নাড়িয়ে দিবেননা।

বাজার, মার্কেট নিজে না করে মাহরামের মাধ্যমে করবেন।

বাহিরের পুরুষদের সাথে যেনো কথা বলতে না হয়,সে জন্য যথাযথ ব্যবস্থা নিবেন।

(১৫)
এক্ষেত্রে করনীয় সম্পর্কে জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...