আসসালামু আলাইকুম ,আমরা ৬ তলায় থাকি | ৫ তলায় একটা ফ্ল্যাটে ৬/৭ টা মতো বিড়াল পালা হতো | বিড়াল মালিক বিড়ালগুলোকে সব সময় ছেড়ে রাখতো বাহিরে | শুধু খাবারের সময় খাবার দিতো | তো এই বিড়াল বাহিরে রাখার কারনে অন্যান্যদের অসুবিধা হতো | যায় করনে বাড়িওয়ালা , উনাদের বাসা ছেড়ে চলে যেতে বলে | উনারা বাসা ছেড়ে যাওয়ার পর , এই বিড়াল গুলো যে যার মতো চলে যায় | শুধু দুই/তিনটা এই বিল্ডিংয়েই সিড়িতে , ছাদে বিভিন্ন জায়গায় থাকতে শুরু করে | একদিন একটা কে ক্ষুধার্ত দেখে আমরা খাবার দেই | এরপর থেকে ঐ বিড়ালটা খাবারের সময় হলেই আমাদের দরজার সামনে চলে আসতো | এমন করতে করতে আমরা ওর সাথে মায়ায় জড়িয়ে যাই এবং ওকে বাসায় নিয়ে আসি | সবকিছু ঠিক চলছিলো | কিন্তু ওর অভ্যাস বাহিরে বাহিরে ঘুরা | যার কারনে দিনের অনেকটা সময় ও বাহিরে কাটাতো | একদিন ও আমার স্বামীকে আঁচড় দিয়ে বসে | আঁচড়টা হালকা হওয়ায় এই বিষয়টা আমরা আমলে নেই নাই | কিন্তু এর কয়েকদিন পরেই আমাকে আবার আক্রমন করে | এবং এর ফলে আমার হাতের চামড়া ছিঁড়ে যায় | সামান্য রক্ত বের হয় | এরপর থেকে আম্মু বিড়ালটা কে বাসার বাহিরে রেখে দিয়ে আসছে | ও অনেকবার বাসায় আসার চেষ্টা করলেও ওকে বাহিরে রেখে আসতেছে বার বার | আর খাবার দেওয়া হচ্ছে না ওকে | আর , বাড়ি ওয়ালারাও নিষেধ করছে আমাদের খাবার দিতে | এমতাবস্থায় ওকে খাবার না দিলে বা ওকে বাসায় না রাখলে বা না থাকতে দিলে কি আমাদের গুনাহ হবে ? বিড়ালটার মনের কষ্টের জন্য কি আমরা অভিশপ্ত হয়ে যাবো ? বা আল্লাহ কি নারাজ হবেন ? বিড়ালটা অনেক মায়া করে তাকায়ে থাকে আমাদের দিকে |