আসসালামু আ'লাইকুম। আমি একজন নাফরমান বান্দী। বালেগ হওয়ার প্রায় ৮-৯ বছর পরে আমি দ্বীনের বুঝ পাই, এর আগে দ্বীনী শিক্ষার সুযোগ না পাওয়ায়+ দুনিয়াবি পড়াশোনার জন্য পরিবার থেকে প্রেশার এবং আমার নিজেরও কলেজ ভার্সিটি নিয়ে তাড়া থাকায় ইসলাম নিয়ে সময় দেয়া হয়নি। বিশ-একুশ বছর বয়সে সব ধর্ম নিয়ে ঘাঁটাঘাঁটি করায় ধীরে ধীরে ইসলামের সত্যতা বুঝতে পারি। এরপর থেকে নামাজে নিয়মিত হওয়ার চেষ্টা করি। এখন এই ৮-৯ বছরের কাজা নামাজ আমার কীভাবে পড়া উচিত? আর নামাজে নিয়মিত হওয়ার পরেও মোটামুটি প্রচুর নামাজ কাজা হয়েছে বিশেষ করে অনিয়মিত পিরিয়ড, ঘুমসহ বিভিন্ন সমস্যার কারণে। এগুলো আমি লিখে রাখতাম, কিন্তু কীভাবে কখন পড়ব এটা জানতামনা, একেকসময় একেকরকম শুনতাম। এখন ওই লেখাগুলো হারিয়ে ফেলেছি। এরপরেও আমার কাজা নামাজ আরো আছে হিসাবের বাইরে৷ সিকোয়েন্সগুলোও মনে নেই আমার। এখন আমার কী করা উচিত, এত এত নামাজ কীভাবে পড়া উচিত বললে উপকার হত।