আসসালামু আলাইকুম। অনেকে স্টাডি করতে জাপান যায় এবং খরচ চালাতে বিভিন্ন রেস্তোরাঁয় ওয়েটার/ বাসন পরিষ্কার এর কাজ করে থাকে। দেখা যায় রেস্তোরাঁ গুলোতে মদ এবং শুকরের মাংস এসবি থাকে। এখন এখানে কাজ করা/ উপার্জন কি হারাম হবে নাকি হালাল? যদি হারাম হয় তাহলে কি জাপানে যাওয়া ঠিক হবে? বা গেলেও কি করা উচিত?