আস্সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
কেউ যদি মসজিদে গিয়ে বিয়ে করে কোন রেজিস্ট্রেশন এবং গার্ডিয়ান ছাড়া
সেই বিয়ে কি যায়েজ হবে?
কারণ হচ্ছে,বাসা থেকে কোনো ভাবেই তাদের সম্পর্ক মেনে নিচ্ছেন না।আর নিলেও বলছেন যে,আগে পড়াশুনা শেষ করো,এরপর বিয়ে।
কিন্তু ততদিন যদি তাদের সম্পর্ক থাকে,তাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা সম্পর্ক টা কে যত তাড়াতাড়ি সম্ভব হালাল করতে চান।এই জন্য এই ডিসিশন
আর রেজিস্ট্রি করবেন না,,,কারন এটাতে একটু সমস্যা আছে।পাত্রের চাকরির ক্ষেত্রে।
এক্ষেত্রে বিয়ে যায়েজ হবে?