১/হারাম সম্পদ আটকিয়ে কোন ব্যক্তি বা কোম্পানির কাছ থেকে ঋণ নিলে এবং সে যদি টাকা না দিতে পারে তাহলে তার সম্পত্তি নিয়ে নেয়া হবে,,,এইরকম শর্তে ঋণ নিলে এবং ঋণ পরিশোধ করে দিলে ,,, সেই ঋণের টাকা থেকে উপার্জিত টাকা হালাল হবে কি?
২/ শায়েখ ডিজিটাল টিভি( এই টিভিতে নেট,ইউটিউব,ব্রাউজার ইত্যাদি চালানো যায়,,,অর্থাৎ ফোনের মতোই প্রায় সবকিছু করা যায়,ছবি তোলা এবং কথা বলা ছাড়া,এছাড়া হালাল কাজও করা সম্ভব) বিক্রয় করা কি জায়েজ?