ক্রিসমাস এর সময় পর্ণ সাইট গুলায় ক্রিসমাস ডে এর বিভিন্ন চিহ্ন দ্বারা লগো সাজানো হয়। তাছাড়া পর্ণ ভিডিও তে সানটা ক্লজ এর অনুকরণে কাপড় পরিধান করে অশ্লীল কাজকর্ম করে।
আমি শয়তানের ধোকায় আর নফসের কাছে কাবু হয়ে একটা পর্ণ সাইটে প্রবেশ করি। পরে এসব কুকর্ম কিছু দেখি। তারপর, ঈমান নিয়ে চিন্তায় পরে যাই, প্রথমে ভাবসিলাম যে ক্রিসমাস এর এগুলা কাফের দের বিষয় তাই আমার ঈমাব সরাসরি ক্ষতিগ্রস্থ হবে না, তবে পরে চিন্তা আসে যে ক্রিসমাসের এসব বিষয় এর সাথে, সান্টা ক্লজ এসবের সাথে ইসলামের কোনভাবে কোন মিল থাকলে.... যে ঈমান ক্ষতিগ্রস্থ হয়ে যাবে ইত্যাদি।
পরে এই ঈমান এর বিষয় এবং পর্ণ সাইটে যাওয়া নিয়ে তাওবা না করেই আরেক পর্ণ সাইটে চলে যাই এবং বাকি কুকর্ম সম্পন্ন করি।
তারপর তাওবা করি।
১. এতে কি ঈমান চলে যাওয়া সংক্রান্ত কোন গুনাহ হয়েছে?
২. তওবা করতে দেরী করি ঈমান চলে যাওয়া নিয়ে টেনশন সত্ত্বেও, এতে কি ঈমান ক্ষতি হবে?
৩. আমার বিয়ের কি কোন ক্ষতি হবে এতে? যেহেতু কুফরি করে বিয়ে ভেঙ্গে যায়?