আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
১। আমি একটি প্রতিষ্ঠান Creative it থেকে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছিলাম, কিন্তুু আজকে দেখলাম কিন্তুু দেখলাম ওনারা ওনাদের ফেইসবুক পেইজে শুভ বড়দিন লিখে একটা পোস্ট দিয়েছে নাউজুবিল্লাহ। ভাবসি ওনাদের কোন কোর্সে ভর্তি হবো না। এখন ওনাদের কোন কোর্সে ভর্তি হলে কি গুনাহ হবে?? কারণ যতটুকু শুনেছি এইটাতে অনেক ভালো মত শিখায়, অন্য কোন প্রতিষ্ঠানে ভালো মত শিখায় কিনা আমি জানি না এজন্য এইটা শিখতে চাচ্ছিলাম, এখন এইটা কি ভর্তি হওয়া যাবে??
২. যদি কোর্স করে ইনকাম করি তাহলে কি হালাল টাকা?
৩.এই পোস্ট দেখার পর কেউ ভর্তি হলে কি তাদের গুনাহ হবে?