উস্তায,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ!
আমার ছোট বোন একটা স্বপ্ন দেখেছে আমাকে নিয়ে। আপনি খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিয়েন প্লিজ!
আমি স্বপ্নটা হুবহু সে যেভাবে দেখেছে তুলে ধরলাম।
"স্বপ্নে দেখে আমাকে দেখতে আসছে একটা ছেলে তার পরিবারকে সাথে নিয়ে। আমার মন খারাপ ছিলো এজন্য যে, সেই ছেলে আমি যেরকম সঙ্গী জীবনে চাই সেরকম ছিলো না।
তারপর আমি ছোট বোনকে বললাম বাড়ির বাইরে গিয়ে দেখে আসতে যে,
যেরকম সঙ্গী আমি পছন্দ করি এমন কেউ এসেছে কিনা?(যার অপেক্ষা আমি করছিলাম সে নাকি আবার আমার পূর্ব পরিচিত কিন্তু বোন বুঝতে পারেনি ছেলেটা কে,আর বাস্তবেও আমার পছন্দের তেমন কেউ নেই)।
ছোট বোন গিয়ে জিজ্ঞেস করলো, এই নামের কেউ আসছে কিনা!তখন সেই ছেলেটা নিজ থেকেই বললো, হ্যাঁ আমিই *** সে।(মানে আমি যার অপেক্ষায় ছিলাম)
তারপর,ছোট বোন আমাকে এসে বললো,তুমি যেই ছেলের নাম বললা সে আসছে।তখন আমি নাকি অনেক খুশি হয়ে সাজতে গেলাম।এরপর ছোট বোন দেখলো যে,একজন রাজার চারজন মেয়ে। তারমধ্যে সবচেয়ে বড় হলাম আমি। আর আমি সবসময় অনেক মনমরা হয়ে থাকি,উদাসীন হয়ে থাকি এজন্য রাজাও আমাকে খুব একটা পছন্দ করেন না।তো একদিন রাজ্যে অনেক বড় অনুষ্ঠান। সেখানে রাজ্যের প্রজারা রাজার চার মেয়েকে দেখবে।রাজা ছোট তিন মেয়েকে প্রজাদের সামনে নিয়ে আসে এরপর প্রজারা বড় মেয়েকেও দেখার আবদার করে।তখন সেই ছেলেটা, যে আমার মনের মতো, সে আমার হাত ধরে সবার সামনে নিয়ে আসে।আমাকে দেখে প্রজারা অনেক খুশি হয় আর আমার সৌন্দর্যের প্রশংসা করে।শেষে রাজাকে উদ্দেশ্য করে ছেলেটা বলে, দেখেনতো কাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে?রাজা আর কিছু বলেনা।
[উস্তাদ,বাস্তবে আমি চেনা কারো জন্য অপেক্ষা করিনা কিন্তু আল্লাহ কে বলি এমন,এমন দিও আমাকে, আমার মনমতো আর সেই ছেলেটাও নাকি ছিলো পুরো আমার দু'আর মতো]