ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
উস্তায, এক বোনের ভাষ্যমতে,
সফর দূরত্বে মাহরাম এর ব্যাপারে কোনো শিথিলতা আছে?
আমাদের আইওএমের গেট টুগেদারে যাওয়ার ১ মাস আগে আমার ভাই(১৭বছর)এর মোটামুটি সম্মতিতে রেজিষ্ট্রেশন করেছিলাম।
এরপর ভলান্টিয়ারে নাম সহ অনেক প্ল্যান করেছিলাম,প্রিয় অদেখা দ্বীনি বোন+মুকারিরহ আপু সবার সাথে প্রথম বারের মত সাক্ষাৎ করার কত আশা আকাঙ্খা মনে ছিলাে।
হঠাৎ আমার ভাই জেদ করছে সে যাবেনা,কোনো কারণ ছাড়াই এমন করছে। আমার খালামুনি, খালাত বোন,খালাত ভাই(১৫বছর), আমার আম্মু সবাই যাবে,আমাকে তাদের সাথে যেতে বলছে।আমি অনেক জোর করেছি আমার ভাইকে কিন্তু সে তার কথায় অটুট,যাবেনা।ওকে ছাড়া সবার সাথে যেতে বলে।
এখন আমার প্রশ্ন আমি কি সবার সাথে সিরাজগঞ্জ থেকে ঢাকা যেতে পারবো?