আসসালামু আলাইকুম
এয়ার ফোর্সের চাকরির ক্ষেত্রে আবেদন করার সময় তাদের সার্কুলার অনুযায়ী প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং বয়স 21 বছর থাকতে হবে।
প্রথমত,
এ ক্ষেত্রে বিবাহিত কোনো পুরুষ যদি আবেদন করার সময় সেই ফরম এর অংশে "অবিবাহিত" লেখে তাহলে কি তার স্ত্রী তালাক হবে?
দ্বিতীয়ত ,আমাদের বেশির ভাগ মানুষের জন্মসনদ এর সাথে আসল জন্ম সালের মিল নেই,এ ক্ষেত্রে আমরা নিজেরা দায়ী না, আমাদের কিছু বুঝে উঠার আগেই এসব বয়স কিছু শিক্ষক করে দিয়েছেন যাতে পরবর্তীতে চাকরির ক্ষেত্রে সুবিধা হয়,
যেহেতু আমরা এ জন্য দায়ী না তাহলে সেই সার্টিফিকেট দিয়ে সার্টিফিকেট এর বয়স ধরেই কি কোনো চাকরি তে আবেদন করা জায়েজ হবে
??