আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ
আমার নানু গত ১০ ডিসেম্বর মারা যান।গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়।দাফনের ৪/৫ দিন পর থেকেই শিয়াল ও কুকুর এসে রাতে কবর ভেঙে দিয়ে যায়।দিনের বেলা কবর কে মাটি ও বাশ দিয়ে ঠিক করে আসার পর রাতে আবারও মাটি খুড়ে রাখে।প্রতিদিন এমন করছে।গত দুইদিন ধরে কবরের পচা লাশের গন্ধ বের হচ্ছে কেউ সামনে যেতে পারছে না।আশে পাশে যা কবর আছে সেগুলো তে কোন ক্ষতি হয় না।এমনকি নানুর পর ও নতুন কবর দেয়া হয়েছে সেগুলো তে কোন কিছু হয় না।এ অবস্থার কারণ কি?এটা কিসের আলামত?আমাদের পরিবার এ বিষয় নিয়ে খুবই চিন্তিত।গ্রামের মানুষ সহ সবাই বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বার্তা বলছে।এ বিষয়ে আমাদের পরিবারের জন্য কি করনীয় জানালে খুবই উপকার হয়।

উল্লেখ্য যে আমার নানু অনেক নেক বান্দা ছিলেন।সারাজীবন নামাজ রোযা দান সাদাকা সব কিছুতেই নিয়মিত ছিলেন,শুধু ইবাদতের ক্ষেত্রে ই না মানুষের সাথেও ভালো ব্যবহার করতেন।

1 Answer

0 votes
by (575,580 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

মৃত্যুর পরবর্তী জীবনকে আলমে বারযাখ বলা হয়।
নেককার বান্দা বান্দীদের রুহ ইল্লিয়্যিনে যায়,বদকার বান্দা দান্দীদের রুহ সিজজিনে যায়।
মূলত আযাব সেখানেই হয়,তবে কবরের যেই দেহ থাকে,তার সাথে একটি কানেকশন থাকে।

এটি মনে করার সুযোগ নেই যে কবরে মাটি তো অক্ষত আছে,তাই চাপ দিচ্ছেনা কেনো. বা লাশ পঁচে গেলো কেনো।
এগুলো বলার সুযোগ নেই।
কেননা মূল ফলাফল  ইল্লিয়্যিন আর সিজজিনে হচ্ছে।
 
আর জীবিত ব্যাক্তিদের এ সমস্ত আযাব শ্রবণ ও দেখার শক্তি আল্লাহ তায়ালা দেননি,সুতরাং দেখার সুযোগও নেই।  
এটি অন্য জগতের বিষয়, সুতরাং দুনিয়ার জগতে থেকে এগুলো দেখার অবকাশ নেই।   

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
এটা মন্দ কোনো কিছুর আলামত নয়।
সুতরাং চিন্তিত না হওয়ার পরামর্শ থাকবে। 

জীবিত ব্যাক্তিদের কবরের আযাব শ্রবণ ও দেখার শক্তি আল্লাহ তায়ালা দেননি,সুতরাং দেখার সুযোগও নেই।  
এটি অন্য জগতের বিষয়, সুতরাং দুনিয়ার জগতে থেকে এগুলো দেখার অবকাশ নেই।

তাই আপনার নানুর কবর সম্পর্কে আপনাদের পরিবার যেই বিষয়ে চিন্তিত সেটা সঠিক নয়।
অহেতুক চিন্তা মাত্র।

চিন্তিত না হওয়ার পরামর্শ থাকবে। 
এ নিয়ে নেগেটিভ কথা বার্তা বলার কোনো সুযোগ শরীয়তে নেই।

কবরের উপর ভালোভাবে মাটি দিয়ে লোহার খাচা বানিয়ে সেটা কয়েক মাসের জন্য সংরক্ষন করতে পারেন।
বা অন্য কোনো বৈধ পদ্ধতিতে কবরটি সংরক্ষন করতে পারেন।

অথবা শিয়াল নেই,এমন সংরক্ষিত কবর স্থানে কবরটি স্থানানন্তর করতে পারেন।

যেহেতু শিয়ালের কারনে কবরটির অসম্মান হচ্ছে তাই সে কবরটি স্থানানন্তর করে অন্য সংরক্ষিত কবরস্থানে দাফন করা যাবে। 

কারণ, শরিয়ত সম্মত ওযরের কারণে কবর স্থানান্তর করা বৈধ। ইবনে আব্বাস (রা.) একজন সাহাবীর কবর শরিয়ত সম্মত কারণে স্থানান্তরের অনুমতি দিয়েছিলেন। হাফেজ ইবনে কাসীর (রহ.) তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া- তে লিখেন,

وَرَوَى حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ بن جُدْعَانَ، عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا رَأَى طَلْحَةَ فِي مَنَامِهِ وَهُوَ يَقُولُ: حَوِّلُونِي عَنْ قَبْرِي فَقَدْ آذَانِي الْمَاءُ، ثَلَاثَ لَيَالٍ، فَأَتَى ابْنَ عباس فأخبره – وكان نائباً على البصرة – فَاشْتَرَوْا لَهُ دَارًا بِالْبَصْرَةِ بِعَشَرَةِ آلَافِ دِرْهَمٍ فحولوه من قبره إليها

‘হাম্মাদ ইবনে সালামা আলী ইবনে যায়েদ ইবনে জুদআন থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.)-কে স্বপ্নে দেখল। তিনি তাকে বলছেন, আমাকে আমার কবর থেকে সরিয়ে নাও। পানি আমাকে কষ্ট দিচ্ছে। সে তিন রাত একই স্বপ্ন দেখল। অবশেষে ইবনে আব্বাস (রা.)-এর কাছে এসে সে এই স্বপ্নের বিবরণ দিল। তিনি তখন বসরা খলীফার নায়েব ছিলেন। এমতাবস্থায় তালহা (রা.)-এর জন্য বসরায় দশ হাজার দেরহাম দিয়ে একটি বাড়ি ক্রয় করা হল এবং তাকে তার কবর থেকে সেখানে সরিয়ে নিয়ে আসা হল।’ [আল বিদায়া ওয়ান নিহায়া ৭/২৭৬]

সুতরাং আপনার নানুর সেই কবর সংরক্ষণের জন্য অন্য কবরস্থানে স্থানান্তর করতে পারবেন।

(ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৭; আলবাহরুর রায়েক ২/১৯৫)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...