اَلسَّـــــــــــــــــلاَمُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهُ
হাদিসে শুনেছি যে সুদ দেয়, সুদ নেয়, যে লিখে যে সাক্ষী থাকে ৪ জনই সমান। আমি আমার বাড়িতে বলেছিলাম ব্যংকার বিয়ে করবো না। এখন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা AD(authorized dealer) এর সাথে বিয়ের কথা বলছে,সবাই বলছে ব্যংকের লেনদেন এর সাথে কোন সম্পর্ক নেই তার, বাংলাদেশের টাকা ছাপানো,অন্য ব্যাংকে দেওয়া, অডিট করা বা এই টাইপ কাজ।
আমার মনে হয় এটাও সেই একই রকম কাজ, আর বড় গুনাহ যে দেশের সব ব্যাংক বলা যায় পরিচালনার কাজ করছে।
এই বিষয়ে একটু ক্লিয়ার হতে চাই, এই চাকরি কি সুদের সাথে সম্পর্কিত? হালাল নাকি হারাম?
আশা করি উত্তর পেয়ে দ্বীধা কেটে যাবে,জাজাকাল্লাহু খইরন।