আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার মায়ের কুরআন তিলাওয়াত সহিহ না। আমি তাকে কুরআন তিলাওয়াত সহিহ করে শেখাতে চাচ্ছিলাম। তখন আমার মা আমাকে বল্লো আমার কাছে সে শিখতে পারবে না। কারণ জানতে চাওয়ায় বললো
সে মোবাইলের একটা ভিডিও তে দেখেছে, যে কুরআন শিক্ষা করালো (হোক তা ১ দিনের জন্য) সে তোহ তার উস্তাদ /উস্তাযা হয়ে যাবে। আর উস্তাদ/উস্তাযাকে তোহ আর ধমক দেওয়া যাবে বা, রাগারাগি করাও যাবে না।
তাই আমার কাছে পড়তে পারবে না।
( আমি তোহ তার মেয়ে, মাঝে মাঝে রাগ করবে, বকুনি দিবে, ধমক দিবে এইটাই স্বাভাবিক)
আমি তাকে কুরআন শিক্ষা দিলে তার উস্তাযা হয়ে যাবো, আর উস্তাদ/উস্তাযাকে ধমক দিলে রাগারাগি করলে উস্তাদের সাথে বেয়াদবি হবে। এতে সে গুনাহগার হবে। এইটা সে ভেবেছে।
ইসলামে কি এরমক কিছু আছে?
আমি কি আমার বাবা, মা, বোন, ভাই, স্বামী ( মানে এক কথা আমার গুরুজনকে) কুরআন শিক্ষা + দ্বীনি শিক্ষা দিতে পারবো না??
এইখানে কি কিছু করণীয় আছে। বা এই রকম কিছু কি আদৌ ইসলামে আছে ??