আসসালামু আলাইকুম
আমি আজ সকালে স্বপ্ন দেখেছি আমি ৫ মাসের গর্ভবতী। গর্ভবতী অবস্থায় শারীরিক যে পরিবর্তন হয় ঠিক সেরকম আমি নিজেকে দেখেছি।একটা সেফ জায়গায় গিয়েছি কোনো একটা সমস্যার কারনে,সমস্যা খুব একটা মনে নেই।
আমি অবিবাহিত। আমি তাহাজ্জুদের সালাতের সিজদাহ্তে,আরও অন্যান্য সময় সূরা ফুরকানের ৭৪নং আয়াত,সূরা কাসাসের ২৪ নং আয়াত,সন্তান নিয়ে নবীরা যে দোয়া করেছিলেন সেগুলো করি রেগুলার।তবে সন্তান নিয়ে চিন্তা করিনা,কল্পনা করিনা।
স্বপ্নের ব্যাখা টা জানতে চাচ্ছিলাম।