আস্সালামুআলাইকুম হুজুর আমার মা একজন বেপর্দা বে নামাজী , প্র্যাক্টিসিং মুসলিম না, আমার আপন বলতে শুধু মা আছেন , আমি মায়ের উপরে কোনো কথা বলতে পারিনা, বাবার সাথে ডিভোর্সের পর তিনি হারাম সম্পর্ক করে একজন বাজে চরিত্রহীন নেশাগ্রস্ত লোক কে বিয়ে করেন,তাকে তালাকের কাগজ দিয়ে এখন আরেকজন লোকের সাথে নিজে নিজে বিয়ে করেছে দ্বিতীয় ঘরে আমার একটা ভাই আছে ,,আমাকে আর আমার ভাইকে একটু লজ্জাও পায়না, হুজুর আমি এই মহিলাকে ঘৃণা করি ! আমার পাপ হচ্ছে জানি !! কিন্তু আমি কি করবো !???? কাল ভাইটা ছোট ৭ বছর তাকে নিয়ে সাথে করে লোকটার সাথে ঘুমিয়েছিলো ,,তার সামনেই নোংরামি ঘুমের বাচ্চা সে তো বুঝদার ,,সে এসে আমাকে জিজ্ঞেস করছে !! হুজুর আমার রুচি হয়না এই মহিলার দিকে তাকাতে এবং কথা বলতেও ,,আমি যে কথা বলছিনা সে যে কোনো সময়ে আমাকে অনেক অপমান করতে পারে চিল্লাচিল্লি করতে পারে ,,কথা বলার একটুও ইচ্ছা রুচি হয়না হুজুর আমি কি করবো !?? যেভাবেই হোক এই মহিলার সাথে আমাকে আরো ১ বছর থাকতেই হবে ,,আমাকে দেশের বাহিরে যাবার জন্য সে ছাড়া কেও সাহায্য করতে পারবেনা ,,কিন্তু ঘৃণা করেও নাটক করে কতদিন সহ্য করে থাকবো ? সে আমাকে বিয়ে দিতেও রাজি না। ..আমিও চাইনা কারণ আমার সবার উপরে ঘৃণা হয় এখন ! হুজুর আমি যে কথা বন্ধ করে দিয়েছি আমার কি করা উচিত ?