আসসালামু 'আলাইকুম
১, এক দোকানি মানুষকে টাকা ধার দেয় কিন্তু বিকাশে ধার দেয়। ফেরত নেয়ার সমপরিমান টাকা বিকাশে নেয়। এতে তার লাভ হয় যে টাকা পাঠানোর সময় ক্যাশ ইন করে,এতে সে কোম্পানি থেকে লাভ পায়, টাকা নেয়ার সময় তার নাম্বারে ক্যাশাউট করতে বলে।এতেও কমিশান পায়।
আমার প্রশ্ন এভাবে ধার দেয়া নেয়া বৈধ কিনা
২, আমরা একটা বিজনেস করতেসি। ৩জন মিলে, ধরুন, ক দিয়েছে ৫০০০ টাকা, খ একজন ৬০০ টাকা, গ একজন ২০০০ টাকা। কিন্তু গ এর পরিশ্রম এর চেয়ে খ এর চেয়ে কম। আবার ক এরটা টাকাও বেশি পরিশ্রম বেশি। কিন্তু মুলধন ভাগাভাগি হবে ক পাবে ৬০%, খ পাবে ২০% গ পাবে ২০%। আর লস ও একইভাবে হবে, ৬০%, ২০% ও ২০% বহন করতে হবে। এই চুক্তি কি ঠিক আছে, যদি ভুল হয়।একটু সাজেস্ট করেন কি করা যেতে পারে।
৩, আমার স্ত্রী অনেক আগে এক পুরূষের প্রশংসা করেছিল। তখন আমি বলেছিলাম, 'এত ভাল লাগ্লে অই ছেলের কাছেই যা' এতে কি তালাক পড়বে?
৪, ৩ নং প্রশ্ন, আমি নিশ্চিত না কি বলেছি, অনেক আগের কথাত,। আর উক্ত কথাও বললে তালাকের নিয়ত ছিল কিনা নিশ্চিত না। এবং যদিওবা তালাকের নিয়তে বলি তার জবাবে স্ত্রী কি বলেছিল মনে নাই,পুরো ব্যাপারটা মনে নাই।এক্ষেত্রে করণীয় কি