আসসালামু আলাইকুম উস্তায,
প্রশ্ন ১. কেউ যদি ৩ বার নাপাক কাপড় ধৌত করেন, কিন্তু হাতের ব্যথার কারণে বেশি নিংড়াতে না পারেন, তাহলে কি নাপাক কাপড় পাক হবে? কাপড় ধাওয়ার পর কোন পানি বের হচ্ছিল না, কিন্তু আরেকটু নিংড়ালে অল্প পানি বের হবে এইরকম। কাপড় গুলো পাতলা কাপড়ের মধ্যে। আর নাপাকি বলতে অল্প সাদা স্রাব লেগেছিল।
প্রশ্ন ২. ঈশার পর হালকা হায়েযের রক্ত দেখেছিলাম অতঃপর আর চেক করা হয়নি। ফজরের সময় জাগতে পারিনি। সকালে উঠার পর প্রস্রাবের সাথে হালকা হায়েযের রক্ত দেখি। তারপর থেকে আর নাপাকি দেখিনি। এক্ষেত্রে আমি ঈশার পর থেকে নাকি ফজরের পর থেকে পবিত্র হয়েছি বলে ধরবো? কারণ রাতে ঘুমাবার সময় অথবা ফজরের সময় প্রস্রাব করলে হয়ত এই নাপাকি বের হয়ে যেতো।
জাযাকুমুল্লাহু খাইরান