আমি মুল্যতো নিজেকে কাফের ভাবা পেরেশানি থেকে মুক্তি পাচ্ছি না এরজন্য নামাজ কালাম সব বন্ধ হয়ে গেছে, মোট কথা ইসলামিক কোনো কাজ করতে গেলে কাফের ভাবা পেরেশানি বেশি বেরে যায় মানে নিজের মনে এসব কথা আসে যে আমি কুফুরি করে ফেলেছি এসব ইসলামিক কাজ কোনো বেনিফিট আসবে না, মুল্যতো আমি একটা হারাম পেশার সাথে সংযুক্ত যেটা হলো আমি মিউজিক তৈরি করে অনলাইনে বিক্রি করি, আর নিজেকে কাফের ভাবার পেরেশানি টা হচ্ছিলো তখন থেকে যখন আমি বুঝতে পারলাম আমি মিউজিক তৈরি করার সময় যে সফটওয়্যার টা ব্যবহার করতম সেই সফটওয়্যার যেটা কম্পিউটারে মাউস দিয়ে বাটন টিপ দিলে বাদ্য যন্ত্রর শব্দ বের হয় সেটার মধ্যে হিন্দুদের ওম শব্দ ছিলো, আমি যখন বুঝতে পারি আমার সব মিউজিকের ভিতরে হিন্দু দের ওম শব্দটা ঢুকে গেছে তখন থেকে নিজেকে কাফের ভাবা শুরু হয়, কিন্তু যখন জানতে পারি যে সফটওয়্যার এর ভিতরের ওই শব্দটা হিন্দুদের ওম শব্দ তখন খালি ওই ওম শব্দ টা ডিলেট করে দিই। বাকি সাউন্ড গুলা রেখে দিই।
সফটওয়্যার ভিডিও দেখলে বুঝবেন
https://youtu.be/QsbwfGXu4XU
যেটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে এই কাজের দারা কুফুরি হয়েছিলো কিনা, যেটার লিংক https://ifatwa.info/108202/
উপরোক্ত লিংকে আপনাদের উত্তর যে এটা দ্বারা গুনাহ হচ্চে বাট কুফুরি না।
কিন্তু প্রশ্নের উত্তর টা দেখার পরও কাফের ভাবা পেরেশানি টা মাথা থেকে যাচ্ছে না
আর আমার সবচেয়ে বেশি বড় ভয় কুফুরি কথা বা অন্য ধর্মের কুফুরি কর্মকাণ্ড দেখলে বা শুনলে এই ভয়গুলো বেশি বেরে যায় আমি অনেক সর্তক থাকি কুফুরি টাইপের কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবো না লেখবো না বা আমার কাজের সাথে যুক্ত করবো না। কারো সাথে কথা বলা শেষ হলে কালেমা শাহাদাত পরি এই সন্ধেহে যে আমি আমার অজান্তে এমন কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে পারি তাই সবসময় কালিমা শাহাদাত পরে চলাফেরা করি মানে আমি প্রচুর পরিমাণ সতর্ক কুফুরি জিনিস থেকে ইমান ক্ষতিকারক বিষয় থেকে।
কিন্তু যখনিই দেখলাম যে আমার কাজের সাথে কুফুরি শব্দ যুক্ত হয়ে গেছে তখনই কাফের ভাবা পেরেশানি প্রচুর বেরে গেছে
এখন মনের সন্ধেহ দুর করার জন্য কালেমা শাহাদাত পরেছি তারপরও মাথার থেকে কাফের ভাবা পেরেশানি যাচ্ছে না। আর ইসলামিক কোনো কিছু দেথতে চাইলে বা করতে চাইলে নিজেকে কাফের ভাবা পেরেশানি অতিরিক্ত বেরে যায়, আগে নামাজ পরতাম ৪ অক্ত পরা হতো সেটা আস্তে আস্তে ১ অক্ত হয়ে গেছে আর এখন পরতে গেলেই প্রচুর পরিমান কাফের ভাবা পেরেশানি বেরে যায়
মুল্যতো এগুলাই কি ওয়াস ওয়াসা বা ওসিডি বলে?
আমি জানি আমার এই হারাম কাজ টা ছেড়ে দেওয়া উচিৎ বাট এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে পরেছি যে ছেড়ে দিলে বিপদে পরবো কারন ফ্যামিলি অনেক দেনাগ্রস্থ বাট আমি এটাও চেষ্টা করতেছি অনলাইনে হালাল অর্থ উপার্জন এর সিস্টেম, যেটা সাকসেস হলে এই কাজ ইনশাআল্লাহ ছেড়ে দিবো।
বাট আমার মেইন প্রশ্ন হচ্ছে আমি কি ওসিডি জনিতো সমস্যা বা মানসিক সমস্যা মধ্যে পরছি বলে এমন হচ্ছে? +