১. স্ত্রী বিকালের দিকে স্বামীকে রাগ করে বলে, " আমি তোমাকে ছেড়ে দিবো" সংসার করবো না পরে তাদের আবার রাগ ভাঙ্গে। রাতের দিকে একরুমে স্বামীর সাথে কথা কাটাকটি করে, অন্য রুমে গিয়ে খাওয়া শুরু করে তখন স্বামী কাছে গেলে সে বলে" আমরা আলগা আলগা" তার এই কথা কি কেনেয়ার অন্তর্ভুক্ত?, এই কথায় কি তালাকের সম্ভাবনা আছে,?
(এই ক্ষেত্রে স্ত্রী মৌখিক ভাবে তালাকের অধিকার প্রাপ্ত ধরবেন)
২. এই বাক্য কেনায়া হলে কি, সেক্ষেত্রে স্ত্রীর শুধু তালাকের নিয়ত থাকলেই হয়ে যাবে? না কি নিজের উপর তালাক নিচ্ছে এমন স্পষ্ট নিয়ত থাকতে হবে?
৩. এই কথাটি বলাট পর একটু থেমে সে আবার বলে, সহবাসের সময় শুধু কাছে আসবে, এর পর খাওয়া দাওয়া সব আলগা আলগা করে করবো,(এতো সিরিয়াসলি কথা গুলো বলেনি আর এতো সিরিয়াস ঘটনা ও ছিলোনা, এর পরপরই স্বাভাবিক খাওয়া দাওয়া ও অন্য কাজ করেছে একে অপরে)
এই ঘটনার পর স্ত্রীর সাথে উক্ত কথার নিয়ত সম্পর্কে কিছু জিগ্যেস করা হয়নাই, আন্তাজ করা যাচ্ছে এসব নিয়তে ছিলে কোনো কিছু জিগ্যেস করা কি জরুরী?
জাজাকাল্লাহ