১) দীর্ঘদিন গোসলখানায় ব্যবহারের ফলে বালতি দেয়ালে শ্যাওলা জমে,,সেই শ্যাওলা কি পাক নাকি নাপাক?
২)নাপাক কাপড় তিনবার ধোয়ার সময় যদি ভালো মতো না চিপা হয়,ধরুন চিপলে হয়তো আরও পানি বের হবে,কিন্তু অনেক প্রেশার দিতে হবে, তাহলে কি পাক হবে না?
৩)নাপাক কাপড় তিনবার ধোয়ার সময় কতটুকু পানি নিব? কাপড়ের সমান সমান পানি নাকি কাপড় ভাসতে পারে এতটুকু পানি।
৪) বালতি তিনবারের বার পাক হয়ে যায়।যদি প্রথম বার ধোয়ার পর বালতি অন্য কারো দরকার হয়,তাহলে দ্রুত অল্প পানি নিয়ে খলায় নিই,,তাহলে পাক হবে নাকি তিনবারই খলাতে হবে! আর খলানের সময় বড় বালতি হলে কি উপর নিচ ঝাকাতে হবে? নাকি ঢুলিয়ে নিলেই হবে?৫)কাপড় পাক করার পর সেটা একটা জমানো পানির বালতিতে রাখলে,সেই বালতি থেকে পানি নিয়ে অন্য কাপড় পাক করা যাবে?
৬) একটা নাপাক কাপড় বারবার পানি দিয়ে কাঁচা,যাতে ভিতরের নাপাকি দূর হয়ে যায়,এভাবে পাক হবে?তিনবার আলাদা না ধুয়ে।