আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
41 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (5 points)
১. আমাদের ব্যবসার লাভের অংশ থেকে নির্দিষ্ট শতকরা অংশ নিয়মিত আল্লাহর রাস্তায় দান করা হবে, এরকম নিয়ত করার পর ব্যবসার লাভের যে টাকা সাদাকা করা হয় সেটা কি নফল সাদাকা হবে? নাকি নিয়তের কারণে সেটা ওয়াজিব হবে?

২. এই টাকা কোন মসজিদের/ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন হুজুর ও ছাত্রদের খাওয়াদাওয়ার ব্যবস্থাপনার জন্য দান করা হলে কি তা জায়েজ হবে?

৩. অথবা এই টাকার দ্বারা মাংস কিনে, নিজেদের জন্য কিনা মাংসের সাথে মিশিয়ে একত্রে রান্না করে সামান্য নিজেদের জন্য রেখে বাকি টুকু মসজিদ মাদ্রাসার বাচ্চাদের ও হুজুরদের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হলে কি তা জায়েজ হবে?
উল্লেখ্য, এখানে সাদাকার টাকা অল্প এবং নিজেদের টাকার পরিমাণ বেশি। তাহলে কি সামান্য খাবার নিজেদের জন্য রাখা যাবে কি না? এবং বাকি টুকু কি মসজিদ মাদ্রাসায় পাঠানো জায়েজ আছে কি না?

1 Answer

0 votes
by (606,750 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ব্যবসার লভ্যাংশ থেকে নির্দিষ্ট পরিমাণ শতকরা একটি অংশকে যদি নিয়মিত আল্লাহর রাস্তায় দান করার ইচ্ছাপোষণ করা হয়, তাহলে এরকম নিয়ত করার দ্বারা উক্ত নির্দিষ্ট পরিমাণ টাকা সদকাহ করা ওয়াজিব হিসেবে বিবেচিত হবে না । বরং সেটা নফল হিসেবে বিবেচিত হবে। 

(২) যেহেতু এটা সদকাহ, তাই এই টাকা কোনো মসজিদ/ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন, বা  হুজুর ও ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনার জন্য দান করা যাবে, এতে কোনো সমস্যা হবে না।

(৩) এই টাকার দ্বারা মাংস কিনে, নিজেদের জন্য ক্রয়কৃত মাংসের সাথে মিশিয়ে একত্রে রান্না করে সামান্য নিজেদের জন্য রেখে বাকি টুকু মসজিদ মাদ্রাসার বাচ্চাদের ও হুজুরদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হলে, তা নাজায়েয হবে না।

سنن الترمذی: (225/4، ط: دار الغرب الاسلامی)
عن عائشة، أنهم ذبحوا شاة، فقال النبي صلى الله عليه وسلم: ما بقي منها؟ قالت: ما بقي منها إلا كتفها قال: بقي كلها غير كتفها. هذا حديث صحيح، وأبو ميسرة هو الهمداني اسمه: عمرو بن شرحبيل.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...