ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ব্যবসার লভ্যাংশ থেকে নির্দিষ্ট পরিমাণ শতকরা একটি অংশকে যদি নিয়মিত আল্লাহর রাস্তায় দান করার ইচ্ছাপোষণ করা হয়, তাহলে এরকম নিয়ত করার দ্বারা উক্ত নির্দিষ্ট পরিমাণ টাকা সদকাহ করা ওয়াজিব হিসেবে বিবেচিত হবে না । বরং সেটা নফল হিসেবে বিবেচিত হবে।
(২) যেহেতু এটা সদকাহ, তাই এই টাকা কোনো মসজিদ/ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন, বা হুজুর ও ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনার জন্য দান করা যাবে, এতে কোনো সমস্যা হবে না।
(৩) এই টাকার দ্বারা মাংস কিনে, নিজেদের জন্য ক্রয়কৃত মাংসের সাথে মিশিয়ে একত্রে রান্না করে সামান্য নিজেদের জন্য রেখে বাকি টুকু মসজিদ মাদ্রাসার বাচ্চাদের ও হুজুরদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হলে, তা নাজায়েয হবে না।
سنن الترمذی: (225/4، ط: دار الغرب الاسلامی)
عن عائشة، أنهم ذبحوا شاة، فقال النبي صلى الله عليه وسلم: ما بقي منها؟ قالت: ما بقي منها إلا كتفها قال: بقي كلها غير كتفها. هذا حديث صحيح، وأبو ميسرة هو الهمداني اسمه: عمرو بن شرحبيل.