আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
31 views
in সালাত(Prayer) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।

বাচ্চাদের হাফেজ বানাতে চাইলে মাদ্রাসাতেই পড়াতে হবে, বাড়িতে হাফেজ টিউটর দিয়ে পড়ানো যাবে না। এই মতের পক্ষে বিপক্ষে বেশ কয়েকজনের সাথে মাশোয়ারা করেছি। ৯ জন অভিজ্ঞ আলেম, হাফেজ, মুরব্বির সাথে মাশোয়ারা করেছি।  ৫ জন বলেছেন বাসায় রেখে হিফজ হবে না, ৪ জন বলেছেন যদি বাসায় রুটিন স্ট্রিকলি ফলো করা যায় তাহলে সম্ভব।
আমি ইস্তিখারা করেছি টানা তিন দিন বাসায় রেখে পড়াব কি না।
আলহামদুলিল্লাহ মন থেকে দৃঢ় সিদ্ধান্ত কাজ করছে,  বাসায় রেখে  পড়ানোর ব্যাপারে।
আমি হাফেজা, আলেমা নই, জেনারেল ব্যাকগ্রাউন্ড। আলহামদুলিল্লাহ ইসলামিক বিষয়ে পড়াশোনা করছি নাজেরা করছি।  এই অবস্হায় বাচ্চাকে বাসায় পড়িয়ে বাচ্চার ভবিষ্যত নষ্ট করে ফেলবো কিনা এমন একটা দুটানা থাকেই। ইস্তিখারার পর মনের দৃঢ়তার  জন্য কিছুটা সাহস পাচ্ছি।
আমার প্রশ্ন,
১. মনের এই দৃঢ়তা কি ইস্তিখারারেই রেজাল্ট নাকি আমার মনের ভুল।
২. বাচ্চাদের কি শুধু বাসায় পড়িয়ে হাফেজ বানানো সম্ভব?

1 Answer

0 votes
by (596,580 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَعَنْ مُعَاذٍ الْجُهَنِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أُلْبِسَ وَالِدَاهُ تَاجًا يَوْمَ الْقِيَامَةِ ضَوْؤُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا لَوْ كَانَتْ فِيكُمْ، فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهَذَا؟» " رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ.
মু‘আয আল জুহানী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং এর মধ্যে তাঁর হুকুম-আহকামের উপর ‘আমল করে, তার মাতাপিতাকে কিয়ামতের দিন একটি মুকুট পরানো হবে। এ মুকুটের কিরণ দুনিয়ার সূর্যের কিরণ হতেও উজ্জ্বল হবে, যদি এ সূর্য তোমাদের মধ্যে থাকত (তবে উপলব্ধি করতে পারতে)। যে ব্যক্তি এ কুরআনের উপর ‘আমল করে তার ব্যাপারে এখন তোমাদের কী ধারণা? (আহমদ, আবূ দাঊদ)(মিশকাত-২১৩৯) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5024


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাধারণত নিয়ম হল, মাদরাসাতেই সন্তানদেরকে পড়াবেন। সবকিছুর পর মাদরাসার একটা পরিবেশ রয়েছে, যেই পরিবেশটা সন্তানের তরবিয়তের জন্য অত্যান্ত জরুরী। মাদ্রাসায় হোক বা বাড়ীতে , স্ট্রিকলি রুটিনকে ফলো করলে,সন্তানকে হাফেজ/হাফেজা বানাতে পারবেন। তবে সে মাদরাসার নববী পরিবেশের সাথে পরিচিত হতে পারবে না। তাছাড়া সমসাময়িকদের উঠাবসা না করার দরুণ তার অভিজ্ঞতায় ঘাটতি তো থাকবেই। সুতরাং আমাদের পরামর্শ থাকবে,  প্রাথমিকভাবে সন্তানদেরকে বাসায় পড়াতে পারবেন। তবে শেষমেষ তথা দাওরাহতে মাদরাসায় ভর্তি করে দিবেন। আল্লাহ আপনার সন্তানকে বিশ্বমানের হাফেয/হাফেযা হিসেবে কবুল করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...