আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
বাচ্চাদের হাফেজ বানাতে চাইলে মাদ্রাসাতেই পড়াতে হবে, বাড়িতে হাফেজ টিউটর দিয়ে পড়ানো যাবে না। এই মতের পক্ষে বিপক্ষে বেশ কয়েকজনের সাথে মাশোয়ারা করেছি। ৯ জন অভিজ্ঞ আলেম, হাফেজ, মুরব্বির সাথে মাশোয়ারা করেছি। ৫ জন বলেছেন বাসায় রেখে হিফজ হবে না, ৪ জন বলেছেন যদি বাসায় রুটিন স্ট্রিকলি ফলো করা যায় তাহলে সম্ভব।
আমি ইস্তিখারা করেছি টানা তিন দিন বাসায় রেখে পড়াব কি না।
আলহামদুলিল্লাহ মন থেকে দৃঢ় সিদ্ধান্ত কাজ করছে, বাসায় রেখে পড়ানোর ব্যাপারে।
আমি হাফেজা, আলেমা নই, জেনারেল ব্যাকগ্রাউন্ড। আলহামদুলিল্লাহ ইসলামিক বিষয়ে পড়াশোনা করছি নাজেরা করছি। এই অবস্হায় বাচ্চাকে বাসায় পড়িয়ে বাচ্চার ভবিষ্যত নষ্ট করে ফেলবো কিনা এমন একটা দুটানা থাকেই। ইস্তিখারার পর মনের দৃঢ়তার জন্য কিছুটা সাহস পাচ্ছি।
আমার প্রশ্ন,
১. মনের এই দৃঢ়তা কি ইস্তিখারারেই রেজাল্ট নাকি আমার মনের ভুল।
২. বাচ্চাদের কি শুধু বাসায় পড়িয়ে হাফেজ বানানো সম্ভব?