আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
বিয়ের অনুষ্ঠানে
পাত্র পাত্রী চান না যে টেবিল নিয়ে বসে দান উঠানো।
পরিবারকে বুঝাতে অক্ষম।
এখন অনুষ্ঠানে দান গুলো,টাকা পয়সা গুলো কি ব্যবহার করা জায়েজ আছে?
জায়েজ না হলে করনীয় কি?
বিয়ের সময় ছেলে পক্ষ মেয়ে পক্ষ থেকে কিছু নিতে চায়নি।
মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে কিছু ফার্নিচার দিতে চায়,প্রথমে তারা নিতে চায় নি,,কিন্তু ফার্নিচার গুলো আগেই বানানো ছিলো,এজন্য নাও করেনি ওভাবে।
কিন্তু মেয়ে পক্ষ সামাজিকতা রক্ষার জন্য ফার্নিচার দিয়েছে।
এক্ষেত্রে তাদের কি এগুলো নেয়া জায়েজ হয়েছে?