আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,,
আমার আপু মারা গিয়েছেন আজ ২৯ দিনের মতো হবে।আজকে আমি স্বপ্নে দেখলাম,আমার আপু মারা গেছেন,যখন উনাকে কবরস্থানে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল,তখনই আপু জীবিত হয়ে যান।আমি আপুকে জীবিত হতে দেখে, আপুকে জিজ্ঞেস করলাম,মারা যাওয়ার সময় কি কি দেখেছিলে??তখন আপু শুধু একটি কথাই বলেছিলেন..জান্নাত আর জাহান্নাম।
এর কিছু সময় পরে আবার আপু মারা যান।এবং আপুকে দাফনের ব্যবস্থা করা হয়।
__আপু মারা যাওয়ার ৯ দিন পরেও,,, স্বপ্নে আপুকে মারা যেতে দেখি।
শায়েখ,,আমি, এমন স্বপ্ন বার বার কেনো দেখছি?? এমন স্বপ্ন দেখার কারণ কি??