আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্ ।আমার এক পরিচিতার ছেলে মারা যাওয়ার ১ বছরেরও পর তাকে প্রথমবার স্বপ্নে দেখেন ।এবং দেখেন যে তার দেওয়া পান্জাবী পায়জামা পড়ে সিড়ি দিয়ে তারাহুড়ো করে নেমে যাচ্ছে , এবং ছেলেটির মা (যিনি স্বপ্ন দেখেছেন) তিনি তার পিছপিছ দৌড়াচ্ছেন নাম ধরে ডাকতে ডাকতে ।কিন্তু তিনি কোনোভাবেই তার ছেলে ধরতে পারেনি , কে যেনো তাকে থামিয়ে দিয়েছে ।
তিনি স্বপ্ন দেখার পর থেকেই খুব বিচলিত হয়ে আছেন ।