বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মুসলিম অমুসলিম আল্লাহ পাক এর যেকোনো সৃষ্টির হক নষ্ট করে তওবা না করলে, পরকালে আল্লাহ পাক হয়তো মাফের ব্যবস্থা করবেন, না হয় শাস্তি দিবেন, তবে এক্ষেত্রে কুফর, শিরক এরকম কোনো গেনাহ হবে না। এমন আকিদা রাখা অবশ্যই বিশুদ্ধ।
(২)যদি ইউরোপে যাওয়ার পর, জামাতে নামাজ পড়া না যায়, তাহলে ইউরোপে যাওয়া জায়েয হবে না। কেননা ঈমান আমল হেফাজতে রাখার শর্তেই মূলত ইউরোপ যাওয়ার অনুমতি দেওয়া হয়ে থাকে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/3447
(৩)বিদেশে যাওয়ার পর যদি যিনায় বা হস্তেমৈথুন জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নিশ্চিত না তবে না করার ইচ্ছাই প্রবল। এমতাবস্থায় বিদেশে যাওয়াটা জায়েয হবে না।