ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
উস্তায, একজন একটা ডিজাইন করলো, তার ডিজাইন দেখে যদি আমার ভালো লাগে এবং তার কাছ থেকে অনুমতি ছাড়াই যদি আমি ডিজাইনটি কপি করি, এটা কি জায়েজ হবে?
কপি করার জন্য মূল ডিজাইনে যা যা ব্যবহার করা হয়েছে, সবকিছুই আমাকে সংগ্রহ করতে হয়েছে এবং সময়, শ্রম দিয়ে পুরো ডিজাইনটি করতে হয়েছে। এক্ষেত্রে বলা যায় বেশিরভাগ ই কপি করা হয়েছে আংশিক হয়তো হয়নি।
আমার প্রশ্ন হচ্ছে, ডিজাইনের মালিকের কাছে অনুমতি ছাড়া ডিজাইনটি কপি করা কি গুনাহ হয়েছে? কিংবা এভাবে কপি করা জায়েজ কিনা?