আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
112 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)

প্রশ্ন,,https://ifatwa.info/109079/

এই প্রশ্নের কমেন্ট এ যেইটা যেইটা বলসি হুবহু তা নিচে উল্লেখ করলাম জবাব দিবেন আশা করি, 

উস্তাদ পেন্ট বা underwear এর মধ্যে বীয পুরোপুরি বের হওয়ার পরে হাল্কা বা কিছুটা কামরস বা পানির মত বের হয় যেইটা সাধারণত আমরা উত্তেজিত হলে ও বের হয় তো ওইটা পেন্ট বা under wear এ লাগার পরে যখন গোসল করি আমি দুইয়া ফেলি তো আগে তো বল্লামি খেয়াল করসি কিন্ত তেমন গুরুত্ব দিনাই এই ব্যাপার টা কিন্ত গতকাল্কে যখন গোসল করার পরে দেখলাম যে কিছু টা দাগ বা তৈল জাতীয় কিছু লেগে আছে ধোয়ার পরে ও তো আমি বাথ্রুমে গিয়ে আবারো ধুই এর পরে ও দেখি কিছুটা বিজা তো পুরা কাপড় টা তাও ওই যাইগায় টা highlight হয়ে আছে মানে বিজা কাপড় কিন্ত ওই জায়গা টা যেই কেউ দেখলে বুজবে কিছু লেগে আছে বা কিছু দাগ লাগসে কিছু তো এমতাবস্থায় আমার ওই কাপড় বা underwear টা আমি আজকে তো শুকাইয়া গেছে হয়ত তো এখন ওইটা পড়ে নামাজ পড়তে তো পারবো ?

আমি কালকে সাইট এ এই ব্যাপরে কিছুটা জেনে এর পরে ভাবলাম প্রশ্ন গুলা যেইভাবে পারি করি যেহেতু এইগুলা জানা উচিত তাই।

1 Answer

0 votes
by (640,500 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রস্রাবের পর পিচ্ছিল যা বাহির হয় তাকে ফেকহী পরিভাষায় ওদী বলা হয়।

প্রস্রাব ব্যতীত যৌনাঙ্গ থেকে যা কিছু বাহির হয় তা তিন প্রকার, এই তিন প্রকারেরর মধ্যে
শুধুমাত্র মনি বের হলে গোসল ফরজ হবে। অন্যান্যগুলো বের হলে গোসল ফরজ হবেনা। বরং গোপনাঙ্গ ধৌত করে ওজু করে নিলেই পবিত্রিতা অর্জিত হবে।এক্ষেত্রে গোসলের কোনো প্রয়োজন পড়বেনা। যেমন, ফাতওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত আছে.............
الْمَذْيُ يَنْقُضُ الْوُضُوءَ وَكَذَا الْوَدْيُ وَالْمَنِيُّ إذَا خَرَجَ مِنْ غَيْرِ شَهْوَةٍ
মযি অজুকে ভেঙ্গে দেয় ঠিক তেমনিভাবে ওদী এবং ঐ মনি যা কামুত্তেজনা বতীত বাহির হয় তাও ওজুকে ভেঙ্গে দেয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/১০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1689

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি কাপড়টি কে ধৌত করেছেন, তারপর শুকিয়েছে, তাই আপনি এখন উক্ত কাপড় পরিধান করে
নামায পড়তে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (23 points)
হুজুর শুকানোর পরে ও কাপড় এ দাগ থাকে এতে কোন সমস্যা তো নেই?
by (640,500 points)
শুকানোর পর কাপড়ে দাগ দেখা দিলে কোনো সমস্যা হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...