বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/94451/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
মৌলিকভাবে অযু ভঙ্গের কারণ ৭টি।
পেশাব-পায়খানার রাস্তা
দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব
পায়খানা, পোকা ইত্যাদি। (হেদায়া-১/৭)
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّمَا
الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ
শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)
,
বিস্তারিত জানুনঃ
https://ifatwa.info/8942/
,
সুতরাং সামনের রাস্তা দিয়ে বায়ু বের হওয়া এটি অযু ভেঙ্গে যাওয়ার
কারনের মধ্যে নহে। তাই এতে অযু ভেঙ্গে যাবেনা।
,
★শরীয়তের বিধান হলো পুরুষ মহিলাদের লজ্জাস্থান (সামনের রাস্তা)
দিয়ে বায়ু নির্গত হলে তাতে ওযু নষ্ট হয় না।
ফাতাওয়ায়ে শামী ১/২৬৩ মাকতাবায়ে যাকারিয়া। হালবি কাবির ১২৫.ফাতাওয়ায়ে
হক্কানীয়া ২/৯৩৫,ফাতাওয়ায়ে মারিগুবুল ফাতওয়া ৯৮.
দারুল উলুম দেওবন্দ এর 60219 নং ফতোয়া দ্রষ্টব্য।
لماقال
العلامۃ ابوبکربن الحدادؒ:والریح الخارجۃ من الذَّکَروفرج المرأۃ لاتنقض الوضوء
علی الصحیح الاان تکون المرأۃ مفضادۃ فانہٗ یستحبّ لھاالوضوء۔(الجوھرۃ النیرۃ:ج؍۱،ص؍۸،کتاب
الطھارۃ۔نواقض الوضوء)
لماقال
العلامۃ الحصکفیؒ:ولا خروج ریح من قُبل غیرمفضاۃ اماھی فیندب لھا الوضؤوقیل یجب
وقیل لومنتنۃ الخ۔(الدرالمختار علٰی ہامش ردالمحتار:ج؍۱،ص؍۱۲۶،باب
نواقض الوضوء) ومثلہ
فی الفتاوٰی الھندیۃ:ج؍۱،ص؍۹،باب
نواقص الوضوء۔
সারমর্মঃ পুরুষের লিঙ্গ, মহিলার
পেশাবের স্থান থেকে বায়ু বের হলে এর দ্বারা অযু ভেঙ্গে যাবেনা। এটাই ছহীহ কওল।
,
এ মর্মে শাইখ আল্লামা মুহাম্মদ বিন সালিহ আল উসাইমীন (ফতোয়া
ইবনে উসাইমীন ৪/১৪৭) এবং সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি ফতোয়া প্রদান করেছেন।
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
,
১. মেয়েদের সামনের রাস্তা দিয়ে বায়ু বের হলে সেক্ষেত্রে অযু
ভেঙ্গে যাবেনা। নামাজের মধ্যে এমনটি হলে সেক্ষেত্রে
নামাজের কোনো সমস্যা হবেনা। নামাজ হয়ে যাবে। অযু ভেঙ্গে যাবেনা।
,
২. প্রশ্নোক্ত ক্ষেত্রে পিচ্ছিল পানি যাকে মযি বলা হয়। যা বের
হলে অযু ভেঙ্গে যায় এবং তা নাপাক। তবে তা বের হওয়ার দ্বারা গোসল ফরজ হয় না। সুতরাং
প্রশ্নোক্ত ক্ষেত্রে লজ্জাস্থান ও কাপড়ে লাগলে তা ধৌত করে নিলেই হবে এবং অযু করে
নিতে হবে।
আরো বিস্তারিত জানুন - https://ifatwa.info/2179/