নিজে ইলমে দ্বীন শিক্ষা করা ও এর প্রচার ও প্রসার করার গুরুত্ব অপরিসীম।এ সম্পর্কে হাদীস শরীফে এসেছে…
طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
ইলম অর্জনের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।… (সুনানে ইবনে মাজাহ, হাদীস ২২৪)
অপর এক হাদীস শরীফে এসেছে,
مَنْ جَاءَهُ الْمَوْتُ وَهُوَ يَطْلُبُ الْعِلْمَ لِيُحْيِيَ بِهِ الْإِسْلَامَ فَبَيْنَهُ وَبَيْنَ الْأَنْبِيَاءِ فِي الْجَنَّةِ دَرَجَةٌ وَاحِدَةٌ..
যে ব্যক্তি দ্বীন যিন্দা করার নিয়তে (অর্থাৎ অন্যের মাঝে দ্বীন ছড়ানো এবং অন্যকে আমল করানোর উদ্দেশ্যে) ইলম শিখবে, আর এ অবস্থায় মৃত্যু বরণ করবে, জান্নাতে সে নবীগণের এত নিকটে থাকবে যে, তার ও নবীগণের মাঝে একটি মাত্র স্তরের পার্থক্য থাকবে।… (জামিউ বায়ানিল ইলম, ১/২০৭)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
নিম্নোক্ত গ্রন্থ গুলি হতে আরবী অভিধান শিখতে পারেনঃ-
★আল- মু'জামুল ওয়াফী আধুনিক আরবী-বাংলা অভিধান
লেখক: ড. মুহাম্মদ ফজলুর রহমান
প্রকাশনী: রিয়াদ প্রকাশনী, ঢাকা
★আল-কাফী (বাংলা-আরবী অভিধান)
লেখক : ড. মুহাম্মদ ফজলুর রহমান
প্রকাশনী : রিয়াদ প্রকাশনী
★আরবী বাংলা অভিধান ১ম খণ্ড
(কামুস, আরবি বাংলা)
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
★আল মুনীর আরবি-বাংলা অভিধান
লেখক: ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান
প্রকাশনায়: দারুল হিকমাহ পাবলিকেশন্স লিমিটেড।