আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
28 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ...

শায়েখ,  আমার আম্মু ভাত রান্না করার সময় পাতিলের মধ্যে মাছি পড়ে। ভাত নামানোর সময় তা দেখতে পায়।
আমার প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে ঐ ভাতের বিধান কি হবে? আর ফুটন্ত পানিতে যদি মাছি পড়ে তাহলে সেই পানি কি খাওয়া যাবে?

1 Answer

0 votes
by (573,930 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

যদি মাছি খাদ্য ও পানীয়ের মধ্যে পড়ে এবং তা ফেলে দেওয়া হয়, তাহলে সেই নিবন্ধ থেকে খাওয়া ও পান করা বৈধ, কারণ এটি সেই নিবন্ধটিকে অপবিত্র করে না, কারণ এতে দম-ই-মাসফুহ (প্রবাহিত রক্ত) নেই। এবং যে জিনিসগুলিতে প্রবাহিত রক্ত নেই, তা অপবিত্র নয়; অতএব, অন্য জিনিসের মধ্যে পড়ে তাদের কলুষিত করে না।

হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَقَعَ الذُّبَابُ فِي الطَّعَامِ فَامْقُلُوهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ سُمًّا وَفِي الْآخَرِ شِفَاءً وَإِنَّهُ يُقَدِّمُ السَّمَّ وَيُؤَخِّرُ الشِّفَاءَ»

আবূ সা’ঈদ আল খুদরী হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ খাদ্যের মধ্যে মাছি পড়লে গোটা মাছিটিকে তার মধ্যে ভালোভাবে ডুবিয়ে পরে তাকে ফেলে দেবে। কেননা মাছির এক ডানায় থাকে বিষ আর অপরটিতে নিরাময়। মাছি (স্বভাবজাত) আগে বিষ প্রয়োগ করে এবং নিরাময়কে সরিয়ে রাখে।

(শারহুস্ সুন্নাহ্ ২৮১৫, ইবনু মাজাহ ৩৫০৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৮, ইরওয়া ১/১৯৪, মুসনাদে আহমাদ ১১৬৪৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১২৩৭, আল মু‘জামুল আওসাত্ব ২৭৩৫, সহীহুল জামি‘ ৮৩৬, মিশকাত ৪১৪৪)

الهندیة (۲۴/۱):

"وموت مالیس له نفس سائلة في الماء لاینجسه کالبق والذباب والزنابیر والعقارب ونحوها".

সারমর্মঃ-
যার মধ্যে প্রবাহিত রক্ত নেই,পানিতে তার মারা যাওয়ার দ্বারা পানিকে সে নাপাক করবেনা।
যেমন, মাছি বিচ্ছু ইত্যাদি। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এক্ষেত্রে ঐ ভাত হতে মাছিটি ফেলে দিতে হবে,তারপর সেই ভাত খাওয়া যাবে,কোনো সমস্যা নেই।

যদি ফুটন্ত পানিতে যদি মাছি পড়ে তাহলে সেই পানি হতে মাছিটি ফেলে দিতে হবে,তারপর সেই পানি খাওয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...